গত কয়েক বছরে মানুষজন অনেক বেশি টেকস্যভি হয়ে উঠেছেন এবং তার সাথেই হয়ে উঠেছেন মোবাইল প্রেমী। আগে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য মোবাইল ব্যবহার হলেও, এখন সিনেমা দেখা থেকে শুরু করে সমস্ত কাজের জন্য মোবাইল ফোন ব্যবহার করছেন সকলে। মোবাইল ফোনের ব্যবহার এখন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সারা ভারতে। সেই কারণে মোবাইলে এসেছে বিনোদনের ঝড়। বর্তমানে ভারতের বিভিন্ন ধরনের ওটিটি প্লাটফর্ম লঞ্চ হয়েছে যেখানে আপনারা প্রতিদিন নতুন নতুন কনটেন্ট দেখতে পান। ফলে এখন আর সিনেমা হলের জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়না। আপনি বাড়িতে বসে যখন ইচ্ছা আপনার পছন্দের সিনেমা সিরিয়াল এবং ওয়েব সিরিজ দেখতে পান।
তবে তারই সাথে, একটা নতুন ধরনের ক্রেজ ভারতীয়দের মধ্যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেটা হল এডাল্ট ওয়েব সিরিজের ক্রেজ। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝবেন এখনকার দিনে কিন্তু প্রতিটি ওয়েব সিরিজেই কিছু না কিছু এডাল্ট কনটেন্ট থাকে। আর এই ধরনের কনটেন্ট মানুষজন বেশ ভালোভাবেই গ্রহণ করেন। তাই, এখন এমন কিছু ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম মার্কেটে এসেছে যারা নিজেদের প্ল্যাটফর্মে প্রচুর এই ধরনের অ্যাডাল্ট কনটেন্ট তৈরি করছে। আর সেইসব অ্যাডাল্ট ওয়েব সিরিজের দর্শক সংখ্যা কিন্তু নেহাত কম নয়। এরকমই কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হল উল্লু, কোকু, প্রাইম শট।
এই বছরের ৪ জুলাই প্রাইম প্লে ওয়েব সিরিজ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে একটি নতুন অ্যাডাল্ট ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের নাম দেওয়া হয়েছে নকাব। সম্প্রতি এই প্ল্যাটফর্মের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। এই ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই হয়ে গিয়েছে মিলিয়ন ভিউ। ট্রেলারে দেখা যাচ্ছে, অভিনেতা তারকেশ চৌহান মদ্যপান করে নিজের ভাগ্য বদলে যাওয়ার বিষয়ে নিয়ে কথা বলছে। অন্যদিকে, সালোয়ার ও কামিজ প্রিয় বাড়িতে এসেছেন এক মহিলা যিনি রুমালে মুখ ঢেকে রয়েছেন। সে আগে তারকেশকে আদেশ করেন টাকা দিতে, আর তার পরে তারকেশ তার সঙ্গে যা ইচ্ছা করতে পারেন। এর মধ্যেই দেখা যায়, মোবাইলে ভিডিও বানাতে ব্যস্ত আরও একটি মহিলা। একই ভাবে তারও মুখ রুমালে আবৃত। তবে পরনে রয়েছে খোলামেলা পোশাক। এই পুরো বিষয়টা জেনে যায় স্থানীয় রাজনীতিবিদরা। পরে বিষয়টা আরো বেশি জানাজানি হয়ে যায় এবং পঞ্চায়েত নির্বাচনেও সমস্যা হয়। তবে, এর পরের কাহিনী যদি আপনি জানতে চান তাহলে আপনাকে প্রাইম প্লে ওয়েবসাইট দেখতে হবে।