বড়দিনের পর চেনা ছন্দ শীতের দেখা মিলল না নতুন বছরের প্রথম দিনে। বরং বলতে গেলে লাফিয়ে লাফিয়ে বাড়লো বছরের প্রথম দিনে কলকাতার তাপমাত্রা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪° বেশি। অন্যদিকে শনিবার বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সেটাও ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তবে রবিবার এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেল শহরে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রা হবে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। অন্যদিকে সার্বিকভাবে রবিবার আকাশ থাকবে মেঘ মুক্ত এবং সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে কুয়াশা কেটে যাবে। হাওয়া অফিস জানিয়েছে, এই বছর উত্তুরে হাওয়া বেশ দুর্বল হওয়ার কারণে জানুয়ারির শুরুতে চেনা শীতের দেখা মিলবে না। বরং গরম বাড়তে পারে আরো বেশি।
তাপমাত্রার পারদ নতুন বছরের শুরুতে অনেকটা ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে। বস্তুত এ বছর শীতে ঠান্ডার পরিবর্তে গরম অনুভূত হয়েছে অনেক বেশি। ধারাবাহিকভাবে ডিসেম্বরের পারদ ছিল অনেকটা ঊর্ধ্বমুখী। প্রত্যেক বছর যেরকম ভাবে তাপমাত্রা থাকে পশ্চিমবঙ্গে, সেরকম তাপমাত্রা ছিল না এবছর। ডিসেম্বরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ছয় থেকে সাত ডিগ্রি বেশি। বছরের শেষের দিকে সামান্য তাপমাত্রা পতন হলেও নতুন বছরে আবার বাড়লো তাপমাত্রা।