লকডাউনে ধুঁকছে নববর্ষ; মিষ্টি থেকে ক্যালেন্ডার, ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘোর বিপাকে

মলয় দে, নদীয়া : আজ বাঙালির নববর্ষ । নববর্ষে বাংলা ক্যালেন্ডারের প্রতি দুর্বলতা রয়েছে সবারই। আর এই প্রথম করোনা ভাইরাসের জেরে লকডাউনের ফলে কোনোরকম ক্যালেন্ডার ছাপা হয় নি, ফলে আগে থেকে ছাপিয়ে রাখা দিনপঞ্জি ছাড়া সেভাবে পাওয়া যাবেনা নতুন ক্যালেন্ডার। এমন দুঃসময় যে বাড়িতে দেখা যাবেনা নতুন বর্ষের নতুন ক্যালেন্ডার এমনটা বোধহয় ভাবতেও পারেননি ব্যাবসায়ীরা।

মিষ্টান্ন ব্যবসায়ীদের হাতে নেই কোন অর্ডার, দোকান সাজাতে তৈরি করেছেন অল্প কিছু লাড্ডু, যেখানে অন্যান্য বছরের চিত্রটাই থাকে একেবারে অন্যরকম। অন্য বছর একেকটি কুমোর বাড়িতে তিন চারশোর উপরে লক্ষ্মী গণেশ বিক্রি হত, এবার নিয়ম রক্ষার খাতিরে পঞ্চাশটি ঠাকুর বানালেও, অবিক্রিত প্রায় পুরোটাই।