‘সাধারণ মানুষের জন্য নববর্ষের উপহার রেল ভাড়া ও গ্যাসের দাম বৃদ্ধি’, কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের
রেল ভাড়া ও এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে একহাত নিল কংগ্রেস। তাদের দাবি, এর ফলে সাধারণ মানুষ চরম আর্থিক সমস্যার মধ্যে পড়বে। কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা দেব বলেন যে এই মূল্যবৃদ্ধি এমন এক সময়ে এসেছে যখন অর্থনীতি খুবই খারাপ অবস্থায় রয়েছে।
এখন প্রশ্ন এটাই যে, এই আর্থিক দুরাবস্থার শেষ কবে? এই প্রশ্নের উত্তরে সুস্মিতা দেব আরও বলেন, এই ভাড়া বৃদ্ধির মাধ্যমে দরিদ্র মানুষের প্রতি অবিচার করা হচ্ছে। “এটা কি সাধারণ মানুষের কাছে ন্যায্য বছরের উপহার? কংগ্রেস মনে করে যে এটি তা নয়।’ বলেন তিনি।
আরও পড়ুন : বিজয় মাল্যর বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম করতে পারবে ব্যাংক, অনুমতি আদালতের
৩১ ডিসেম্বর কেন্দ্র এই ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করে। সূত্রের খবর, রেল ভ্রমণের ক্ষেত্রে কামরার শ্রেনীর উপর ভিত্তি করে প্রতি কিমিতে ১ থেকে ৪ পয়সা বাড়ানো হয়েছে রেল ভাড়া। অন্যদিকে সিলিন্ডার প্রতি ১৯ টাকা বেড়েছে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম।
কংগ্রেসের পাশাপাশি সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন কেন্দ্র সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘রেল ভাড়া বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মোদী সরকার নতুন বছর শুরু করছে।’ রেল ভাড়া বৃদ্ধিকে মোদী সরকারের নতুন বছরের উপহার বলে বর্ননা করেন ইয়েচুরি।