এবার হয়তো শীত কিছুটা কমবে এই ভাবনায় যারা শীতের দুপুরের কড়া রোদ, লেপ মুড়ি দিয়ে ঘুম, পিকনিক, কমলালেবু, চিড়িয়াখানায় ভ্রমন প্রভৃতি আর বেশিদিন উপভোগ করা যাবে না বলে ভাবছিলেন তাদের জন্য আবহাওয়া দপ্তর জানালো আবার তীব্র শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী।
গত দুদিন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার এবং উত্তুরে হওয়ার কারণে শুক্রবার সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়েছে। শনিবার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যস্তরে হতে চলেছে বড়সড় রদবদল
শীত কয়েকদিন কিছুটা কমলেও আবার আবহাওয়া দপ্তর জানিয়েছে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়বে। দুপুরে সূর্যের তেজ এবং রাতে তীব্র শীতের জুটি উপভোগ করবে রাজ্যবাসী। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার পাশাপাশি উত্তুরে হাওয়া বইবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে ঘন কুয়াশা। কলকাতায় তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রির কাছাকাছি। সপ্তাহের শেষে কলকাতা ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় জমিয়ে শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী।