Today Trending Newsনিউজরাজ্য

এ বছর বিপরীত ঘটনা, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস

Advertisement

পৌষ সংক্রান্তিতে যেখানে তীব্র শীত থাকে সেখানে এবছর বিপরীত ঘটনা দেখা গেল। জাঁকিয়ে শীত নয়, বরং পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা বাড়ার ঘটনায় অবাক সকলেই।  গত কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়লেও পৌষ সংক্রান্তিতে সেই শীত বজায় থাকল না। ঠাণ্ডা অনেকটাই কমে গেল এদিন। মঙ্গলবার যেখানে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : কমলো পেঁয়াজের দাম, ২২ টাকা প্রতি কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ

গত কয়েকদিন ধরে কমতে থাকা তাপমাত্রা বুধবার হঠাৎ বেড়ে যাওয়ায় চমকে গেছে মানুষ। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর থেকে যে ঠান্ডা আসে তার প্রভাবে রাজ্যজুড়ে ঠান্ডা অনেক বেড়ে যায়। শীত ধীরেধীরে কমে গিয়ে তাপমাত্রা এবার বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। উত্তর ভারতের পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। ইতিমধ্যে কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা হতে পারে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে।

Related Articles

Back to top button