Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: মাধুরী দীক্ষিতের স্টাইলে নিয়া শর্মার নাচ, ‘ধাক ধক করনে লাগা’ গানে সুপারহিট স্টেপগুলি ভাইরাল

Updated :  Monday, June 17, 2024 2:32 PM

এক হাজারো মে মেরি বেহনা হ্যায় ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছিলেন নিয়া শর্মা। মানবী চরিত্রে অভিনয় করে তিনি মুগ্ধ করেছিলেন সকলকে। নির্দোষ মুখের সাথে তার চটপটে ব্যক্তিত্ব তখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এই ধারাবাহিকের পর জামাই রাজা এবং নাগিন ৪ সহ আরও অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন নিয়া। সময়ের সাথে সাথে তার লুকও বদলেছে। আজও তিনি অবশ্যই সুন্দরী এবং আকর্ষণীয়, কিন্তু কিছু লোক মনে করেন তার আচরণে বেশ পরিবর্তন এসেছে।

একসময়ের ফ্যাশন আইকন নিয়া এখন তার ভক্তদের সমালোচনার শিকারও হচ্ছেন। অনেকেই মনে করেন তিনি তার জনপ্রিয়তার অহংকারে ভুগছেন। নিয়ার কিছু ভিডিও এবং পোস্ট এমন ইঙ্গিতই বহন করে বলে মনে করেন অনেকে। ইনস্টাগ্রামে নিয়ার জনপ্রিয়তা এবং তার বিভিন্ন ছবির কারণে অনেক সময় সোশ্যাল মিডিয়ার ক্রুর দৃষ্টিতে পড়তে হয় তাকে। মাঝেমধ্যেই তাকে দেখা যায় বিভিন্ন বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়াতে ধরা দিতে। তবে এবারে তিনি একটি নতুন নাচের ভিডিও পোস্ট করেছেন যাতে তাকে হলুদ পোশাকে দুর্দান্ত দেখাচ্ছে।

সম্প্রতি তিনি নিজের instagram প্রোফাইলে একটি নতুন ভিডিও পোস্ট করেন যেখানে তাকে দেখা যাচ্ছে একটি হলুদ রঙের ড্রেস পরে। এই পোশাকে তিনি দুরন্ত দেখাচ্ছেন এবং এই ভিডিওতে তিনি মাধুরী দীক্ষিতের অত্যন্ত জনপ্রিয় গান ধক ধক গানের সঙ্গে করেছেন নাচ। এই হলুদ পোশাকে তার এই নাচ সত্যিই আকর্ষণীয় এবং নেটিজেনরাও এই নাচের প্রশংসা করেছেন। তবে অনেকেই তার পোশাকের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বটে। তবে সেসব কে দূরে রেখে এই ভিডিও এখন ইনস্টাগ্রামে জনপ্রিয়। আপনি যদি এখনো সেই ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।

 

View this post on Instagram

 

A post shared by Nia Sharma (@niasharma90)