নয়াদিল্লি: আমফান, নিসর্গের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে আর কিছুক্ষণের মধ্যে সাইক্লোন ‘নিভার’ আচড়ে পরতে চলেছে। যত সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, আজ, বুধবার সন্ধ্যার মধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যের উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে নিভার। যার জন্য কার্যত তটস্থ হয়ে রয়েছে পুদুচেরি ও তামিলনাড়ু। কারণ, সেখানেই বেশি প্রভাব পড়ার আগাম পূর্বাভাস দিয়ে রেখেছে মৌসম ভবন।
ঝড়ের শক্তি প্রবল হতে পারে এবং যার জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে বলেই আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। এমনকি ইতিমধ্যেই আজ, বুধবারের অসংখ্য বিমান বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৪৯টি বিমান নিভারের আশঙ্কায় বাতিল করা হয়েছে। এর পাশাপাশি পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে প্রভাব বেশি পড়ার কারণে ইতিমধ্যেই দক্ষিণ রেল ২৪টি ট্রেন বাতিল করে দিয়েছে। এমনকি বেশ কিছু ট্রেন আংশিকভাবে চলছে। সেগুলি পরিস্থিতির ওপর নির্ভর করে যে কোনও সময় বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।
ইতিমধ্যেই পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা আজ রাত ন’টা থেকে আগামিকাল, বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত কার্যকর করা হবে। যদিও সমস্ত দোকান বন্ধ থাকবে। কিন্তু দুধের দোকান এবং পেট্রোল পাম্প খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।