Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nick-Priyanka: বাইক দুর্ঘটনায় গুরুতর আহত নিক জোনাস! শ্যুটিং ছেড়ে স্বামীর কাছে ছুটে গেলেন প্রিয়াঙ্কা

Updated :  Tuesday, July 27, 2021 1:39 PM

বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউড পপ তারকা নিক জোনাসকে এখন সবাই চেনে। বিশেষ করে এদের প্রেম পর্বের খবর এখন সকলেই জানে। বিটাউন থেকে হলিউড দুই মহলেই এদের প্রেম চর্চা শিরোনামে থাকে। তবে জোনাস পরিবারে এক বড় দুর্ঘটনা ঘটে। সম্প্রতি জনপ্রিয় পপ সিঙ্গার নিক জোনাস বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

Nick-Priyanka: বাইক দুর্ঘটনায় গুরুতর আহত নিক জোনাস! শ্যুটিং ছেড়ে স্বামীর কাছে ছুটে গেলেন প্রিয়াঙ্কা

স্বামীর অ্যাক্সিডেন্টের খবর পেতেই তড়িঘড়ি লন্ডনের সমস্ত শুটিং ফেলে আমেরিকায় স্বামীর কাছে যান প্রিয়াঙ্কা। কি করে আহত হন নিক জোনাস? আসলে নিক কিছুদিন ধরে ছোটপর্দার জনপ্রিয় শো ‘অলিম্পিক ড্রিমস’-এর শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। এই শোয়ের শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনার কবলে পড়েন পপ সিঙ্গাএ। এই শোয়ের শুটিংয়ে নিক একা ছিলেননা সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই জো জোনাস আর কেভিন জোনাসও।

আসলে এই ‘অলিম্পিক ড্রিমস’ প্রতিযোগিতা বেশ কঠিন। প্রতিযোগীদের বিভিন্ন ধাপ পেরোতে হয়। তারই মধ্যে একটি গেম ছিল স্পোর্টস সাইকেল করে মাটির উঁচু উঁচু ঢিপি পেরোনো। আর এই খেলা খেলতে রাজী হয় তিন জোনাস ব্রাদার্স। এরই শ্যুটিং চলাকালীন মাটির উঁচু ঢিপি পেরোতে গিয়ে সাইকেল সমেত মাটিতে উলটে পড়ে যান নিক। টাল সামলাতে না পেরে পিছনে থাকা তাঁর দুই ভাইও সাইকেল থেকে গড়িয়ে পড়ে নীচে পড়ে যান। তাঁদের আঘাত লাগলেও নিকের মতন গুরুতর নয়। এরপরেই নিককে সাহায্য করতে ছুটে আসেন তাঁরা।

এরপর যত দ্রুত সম্ভব শোয়ের কর্তৃপক্ষ নিককে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ভিডিয়োতে দেখাও যায় স্ট্রেচারে করে আহত নিককে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। তবে গভীর চোট পাওয়া সত্ত্বেও সুস্থ হতে লাগাতার কাজ চালিয়ে গেছেন নিক। বাইক দুর্ঘটনা যে তাঁকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি তার প্রমাণ নিকের সঞ্চালনা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ামাত্রই দুই ভাই জো এবং কেভিনের সঙ্গে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড সঞ্চালনার কাজও করছিলেন।

স্বামীর এতবড় দুর্ঘটনার কবলে পড়া সত্ত্বেও কাজের প্রতি নিকের সম্মান ও একাগ্রতা দেখে মুগ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে নিজের সঙ্গে নিকের একটি ছবি দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। সাথে লিখেছেন,”দুর্ঘটনাও তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে পারেনি। দমাতে পারেনি। তোমার জন্য আমি ভীষণ গর্বিত। প্রতিদিন তুমি অনুপ্রাণিত কর আমায়। তোমায় খুব ভালোবাসি।’ অন্যদিকে জেমস কর্ডেন-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিক জোনাস জানিয়েছেন কপাল ভালো তাই এ যাত্রায় শুধুমাত্র পাঁজর ভাঙার ওপর দিয়ে গিয়েছে। এই দুঃসময়ে অনুরাগীদের তরফে যে শুভেচ্ছা পেয়েছেন তাতে তিনি বেশ খুশি। সকলকে ধন্যবাদ ওজানিয়েছেন।