‘কৃষ্ণকলি’র সঙ্গে পুজোর নাচে মেতে উঠলেন নিখিল, শুটিং সেটে ভাইরাল ভিডিও

আপনারা যারা সন্ধ্যেবেলার সিরিয়াল দেখার পোকা তাঁরা নিশ্চয় জানেন কৃষ্ণকলির ঘরে কী হচ্ছে। আচ্ছা ঠিক কি কি হচ্ছে বলুন তো? শ্যামা নিখিলের জীবনে ফিরে এসেছে, পাশে নিখিলের দ্বিতীয় স্ত্রী মাম…

Avatar

আপনারা যারা সন্ধ্যেবেলার সিরিয়াল দেখার পোকা তাঁরা নিশ্চয় জানেন কৃষ্ণকলির ঘরে কী হচ্ছে। আচ্ছা ঠিক কি কি হচ্ছে বলুন তো? শ্যামা নিখিলের জীবনে ফিরে এসেছে, পাশে নিখিলের দ্বিতীয় স্ত্রী মাম ও রয়েছে। দুই স্ত্রী নিয়ে একই বাড়িতে জমিয়ে সংসার করছে নিখিল। আপনি হলে করতে পারতেন? আপনি সতীন নিয়ে সংসার করতে পারতেন নাকি সাত সকালে গান গাইতে পারতে্ন? উফ! অথচ আপনি দেখতে ভীষণ ভালবাসেন কৃষ্ণকলি, কি তাই তো? অপরের কেচ্ছা কেলেঙ্কারি না দেখলে যে মন ভরে না।
'কৃষ্ণকলি'র সঙ্গে পুজোর নাচে মেতে উঠলেন নিখিল, শুটিং সেটে ভাইরাল ভিডিও

এইতো, এরই মধ্যে আবার প্রথম স্ত্রীর সঙ্গে নেচেও নিলেন নিখিল। আহা সেই কি থুমকা। দেখবেন নাকি?

 

View this post on Instagram

 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya) on

আর কি, সিরিয়ালের জল যেদিকেই গড়াক না কেন, সামনেই পুজো আসছে । এ বার দু’জনে একসঙ্গে নেচে ফেললেন ‘ঢাকের তালে কোমর দোলে’রসুরে । এথনিক লুকে নজর কাড়লেন নিখিল আর শ্যামা । সেই ভিডিও শেয়ারও করলেন কৃষ্ণকলি ধারাবাহিকের নায়ক নিখিল। এটা ঠিক যে অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন নীল আর তিয়াশার বন্ধুত্বর সমীকরণ বেশ সমান্তরাল।