Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নুসরতের অন্তঃসত্ত্বা খবর প্রকাশ্যে আসতেই আইনি পথে হাঁটল নিখিল

Updated :  Tuesday, June 8, 2021 6:51 AM

এই ত্রিকোণ প্রেমের গল্প বিগ বাজেটের সিনেমাকে হার মানাবে। হ্যাঁ ঠিক ধরেছেন নুসরত জাহানের কথাই বলছি। দিন যত যাচ্ছে, সিনেমার গল্পের মতই ক্রমশ আরো জটিল হচ্ছে টলিউডের এই ত্রিকোণ প্রেমের গল্প। এক বিশেষ চ্যানেল ও পত্রিকার মাধ্যমে জানা গেছে, সত্যি সন্তানসম্ভবা নুসরাত জাহান।

নুসরতের মা হওয়ার খবরে তোলপাড় এখন টলিপাড়া থেকে সোশ্যাল মিডয়া। এখনও অবধি এই নিয়ে অভিনেত্রী সরাসরি কোনো কথা না বললেও ইন্সটাগ্রাম পোস্টে নানান ভাব প্রকাশ করছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই শোনা যাচ্ছে ১০ই সেপ্টেম্বরই নাকি প্রথমবার মা হবেন নুসরত। তবে এই খবরই জানেননা নুসরতের স্বামী নিখিলের কাছে।  

এদিকে সোশ্যাল মিডিয়াতে নানান পোস্ট শুরু হয় জল্পনা। বেশ কিছুদিন ধরেই নুসরাতের গ্লো বেড়েই চলেছে। পাশাপাশি খানিকটা ভারী লাগছে তাঁর মুখ, নেটিজেনরা তা লক্ষ্য করে নানান মন্তব্য করেছেন। বেশিরভাগ ছবিই এখন অভিনেত্রী দিচ্ছেন হাফ বাস্ট ছবি, তাই সত্যি অন্তঃসত্ত্বা কিনা তা বোঝার উপায় নেই।

২০১৯ সালে নুসরত তুরস্কের বোদরুমে নিখিল জৈনকে বিয়ে করেন। নুসরত মুসলিম হওয়াতে প্রথমে এই বিয়েতে আপত্তি ছিল নিখিলের পরিবারের। তবে নিজের প্রেমকে প্রাধান্য দিয়েছেন নিখিল। তবে জাঁকজমক করে বিয়ে করলেও কোনো রেজিস্ট্রেশন হয়নি। বাড়ির একপ্রকার অমতেই বিয়ে করেন নিখিল। বিয়ের পর নুসরয় রঙ্গোলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকেন। অবস্থায় নুসরতের প্রেমে পড়েন নিখিল। তবে সূত্র থেকে জানা গিয়েছে, নুসরত আর নিখিলের  বিয়ের একবছর পর থেকেই নিখিল আলাদা থাকতেন।

তাঁরা ভালবেসে বিয়ে করেন একে অপরকে। এরপর নিজের বন্ধুদের সঙ্গে গোয়ায় ঘুরতে গিয়েছিলেন নুসরত। সেই গোয়া ঘোরার ফ্লাইটের টিকিট ও রিসর্ট বুক করে দেন নিখিলই। অবশ্য সেই রিসর্টের মালিক নিখিলের বন্ধু ছিলেন। সেই বন্ধুর থেকে তিনি জানতে পারেন যশের সঙ্গেই ছিলেন গোয়াতে ছিলেন নায়িকা। সেই থেকেই নিখিল আর নুসরতের সমস্যার সূত্রপাত। এরপর দক্ষিণেশ্বরের মন্দিরে দাঁড়িয়ে মদন মিত্রের সঙ্গে যশ ও নুসরতের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয় সেদিন নাকি নুসরতের আর যশের বিয়ে হয়।

বিবাহ বন্ধনে আবদ্ধ থেকেও কি করে বিয়ে করলেন নুসরত, এ প্রশ্ন উঠছিল। তবে এক সংবাদমাধ্যমে নিখিল জানিয়েছেন, নুসরতের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তিনি চান নুসরত ভাল থাকুক। তিনি আরো বলেন, এখনও অবধি নুসরত যে ফোর্ড গাড়ি ঘুরে বেড়ান তা আসলে নিখিলের গাড়ি। নুসরত ইডেনে যে ফ্ল্যাটে থাকেন তার মধ্যে ৬০ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন। এমনকি নুসরতের বোনের পড়াশুনার দায়িত্বে আছেন নিখিল।

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সেই কারণেই নুসরতের থেকে সম্পূর্ণ মুক্তি পেতে৷ চান নিখিল। তা দেওয়ানি মামলা দায়ের করেছেন নিখিল জৈন। এমনকি আগামী জুলাই মাসে এই মামলার শুনানি হবে।, একথাও নিজে মুখে জানিয়েছেন নিখিল জৈন। এত খবর হচ্ছে, নিখিল নিজের বক্তব্য জানাচ্ছেন, তবুও এখনো মৌন রয়েছেন নুসরত ও যশ? কেন তাঁরা কথা বলছেনা প্রশ্ন অনেকের। সত্যিই কি এই সেপ্টেম্বরে সন্তানের জন্ম দিতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত? টলিউডের অন্দরে এখন এই ত্রিকোণ প্রেম নিয়ে চলছে জোর চর্চা।