Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোলাপি বিকিনিতে কিলার পোজ দিয়েছে নিক্কি তম্বোলি, ছবি দেখে কাবু পুরুষ ভক্তরা

Updated :  Wednesday, January 17, 2024 1:40 PM

নিক্কি তম্বোলি (Nikki Tamboli) দক্ষিণ ভারতীয় ফিল্মের মাধ্যমে কেরিয়ারে ডেবিউ করলেও তাঁকে সর্বাধিক জনপ্রিয়তা দিয়েছিল কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর চৌদ্দ তম সিজন। নিক্কি তাঁর স্টাইল স্টেটমেন্ট তো বটেই, অত্যন্ত ঝগড়ার জন্য পরিচিত ছিলেন বিগ বসের ঘরে। তবে এই শো জিততে পারেননি তিনি। কিন্তু নিক্কির আলাদা ফ্যান বেস তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও নিক্কি যথেষ্ট অ্যাকটিভ। সম্প্রতি গোয়ার একটি রিসর্টে ফটোশুট করেছেন নিক্কি। সেই ছবি তিনি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।

ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে গোলাপি রঙের বিকিনি। বিকিনির ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে নিক্কির ক্লিভেজ। নিম্নাংশে রয়েছে কালো রঙের প্রিন্টেড সারং। শিফনের সারং জুড়ে রয়েছে গোলাপি রঙের গোলাপ ফুলের প্রিন্ট। সারংটির একদিকে রয়েছে কালো রঙের ফিতে। হালকা মেকআপ করেছেন নিক্কি। চোখে ব্যবহার করেছেন ন্যুড শেডের আইশ‍্যাডো ও হালকা কাজলের রেখা। ঠোঁট রাঙিয়েছেন গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে নিক্কির চুল। তাঁর বাঁ হাতে রয়েছে বিভিন্ন প‍্যাটার্নের অনেকগুলি ব্রেসলেট।

সুইমিং পুলের ডুবন্ত সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছেন নিক্কি। কখনও বা সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। নিক্কির সৌন্দর্যের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। শেষবার নিক্কিকে দেখা গিয়েছিল কালার্স চ্যানেলের গেম শো ‘দি খতরা খতরা শো’-এ। আগামী দিনে বলিউডে কাজ করতে চান নিক্কি। এছাড়াও একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি।