ছিলেন গোবিন্দার প্রেমিকা, ১১ তম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন এই বলি অভিনেত্রী

গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার…

Avatar

গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলি ইন্ডাস্ট্রি। সম্প্রতি নেটপাড়ায় সমালোচনার লাইমলাইটে এসেছেন ৯০ এর দশকের গ্ল্যামারাস অভিনেত্রী নীলম কোঠারি। হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর অবদান কখনোই কেউ ভুলতে পারবে না। তাঁর দুর্দান্ত অভিনয় বহু দর্শকের মন জয় করে নিয়েছিল সেইযুগে।

১৯৮৪ সালে বলিউড ফিল্ম ‘জাওয়ানি’ এর মাধ্যমে হিন্দি গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখেছিলেন তিনি। বলিউড অভিনেতা গোবিন্দার সাথে তাঁকে অনেক ছবিতে একসাথে কাজ করতে দেখা গিয়েছিল। দুজনের জুটি দর্শকদের কাছে ছিল সুপারহিট। জানা গিয়েছে, বাস্তব জগতে তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। নানা কারণে গোবিন্দার সাথে একাধিকবার নাম জড়িয়ে ছিলেন তিনি। তবে সেইসময় গোবিন্দা সুনিতার সাথে ডেট করছিলেন বলে এই সম্পর্ক থেকে সরে এসেছিলেন তিনি।

তবে নীলম ২০১১ সালে অভিনেতা সমীর সোনির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে দুজনেরই ছিল এটি দ্বিতীয় বিয়ে। নীলম তার আগে ব্যাংককের ব্যবসায়ী ঋষি শেঠিয়ার সাথে বিয়ে করেছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। কিন্তু, সমীর সোনির সাথে বিয়ে করে বেশ সুখের সংসার জীবন কাটাচ্ছেন তিনি। বিয়ের পর থেকেই অভিনয় জগৎ থেকে পুরোপুরি অবসর নিয়েছেন তিনি। বর্তমানে বিখ্যাত গয়না ডিজাইনার হয়েছেন তিনি। সমীর ও নীলমের একটি দত্তক নেওয়া কন্যা সন্তান রয়েছে যার নাম অহনা।

গত ২৪ জানুয়ারি, ২০২২ এ সমীর ও নীলম তাঁদের ১১ তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছিলেন। এই বিশেষ উপলক্ষে বলিউডের অনেক তারকাদের পাশাপাশি লক্ষাধিক ভক্ত অভিনেত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানিয়েছেন। জানা গিয়েছে, এই জুটির প্রথম দেখা হয়েছিল একতা কাপুর আয়োজিত একটি পার্টিতে। প্রথমে ফোনালাপ ও পরে ডেটিংয়ে যান তাঁরা। শেষপর্যন্ত ২০১১ সালে দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন।