পাহাড়ের জড়িয়ে ধরে চুমু, বিয়ের আগেই হানিমুন সারলেন গায়িকা ইমন চক্রবর্তী

সম্প্রতি অক্টোবর মাসে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষের এনগেজমেন্ট হয়েছে। আনলক পর্বে এবার দুজনে নিভৃতে সময় কাটানোর জন্য বাইরে বেড়াতে গেলেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনের…

Avatar

সম্প্রতি অক্টোবর মাসে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষের এনগেজমেন্ট হয়েছে। আনলক পর্বে এবার দুজনে নিভৃতে সময় কাটানোর জন্য বাইরে বেড়াতে গেলেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনের সঙ্গে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ইমন। ছবিটি নেট দুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। ছবিতে নীলাঞ্জনকে আলতো চুম্বন করছেন ইমন।

নীলাঞ্জন ও ইমনের কর্মসূত্রে দীর্ঘদিনের আলাপ থাকলেও তাঁদের প্রেমের বয়স বেশি নয়। এর আগে যখন ইমন ও নীলাঞ্জনের প্রেমের গুঞ্জন টলিউডের বাতাসে ভাসছিল তখন ইমন তা নিছক গুজব বলে উড়িয়ে দেন। তিনি জানিয়েছিলেন , তাঁর সম্পর্কের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানাবেন। সেইমতো নীলাঞ্জনের সাথে বাগদান পর্ব সারা হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইমন। ইমন ও নীলাঞ্জনকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের গোড়ায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা রয়েছে ইমন ও নীলাঞ্জনের। নীলাঞ্জনের সঙ্গে ইমনের নজরুলগীতির মিউজিক ভিডিও ‘পরদেশী মেঘ’-এ একসাথে কাজ করেছেন ইমন ও নীলাঞ্জনের। এছাড়া ইমনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ করেছেন নীলাঞ্জন।

পাহাড়ের জড়িয়ে ধরে চুমু, বিয়ের আগেই হানিমুন সারলেন গায়িকা ইমন চক্রবর্তী

এর আগে গায়ক শোভন গাঙ্গুলীর সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্কে ছিলেন ইমন। বয়সের ফারাক থাকা সত্ত্বেও ইমন ও শোভনের রসায়ন ইন্ডাস্ট্রির চর্চার বিষয় হয়ে উঠেছিল। এমনকি জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’-এ গেম শোয়ের অ্যাঙ্কর অভিনেত্রী রচনা ব্যানার্জি ইমন ও শোভনকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে ইমন ও শোভনের সম্পর্ক ভেঙে যায়। এরপর নীলাঞ্জনের সঙ্গে সম্পর্ক শুরু হয় ইমনের।