Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাল শাড়িতে আম্রপালিকে দেখে নিরহুয়ার মনে লাগল রঙ, হোলি রোমান্সের ভিডিও তুমুল ভাইরাল

Updated :  Sunday, March 13, 2022 1:02 PM

দোল পূর্ণিমার সময়ে ভারতে যে সমস্ত গান সবথেকে বেশি ট্রেন্ডিং চলে তার মধ্যে অন্যতম হলো ভোজপুরি গান। দোলের দিন সবার সাথে রং খেলার সময় ভোজপুরি গান বাজবে না এটা হতেই পারেনা। সোশাল মিডিয়াতেও এই ধরনের গান অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তবে তাদের মধ্যেও যে গায়কের গান সবথেকে বেশি হিট তিনি হলেন দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়া।

এবারে সোশাল মিডিয়ায় তার একটি নতুন গান ভাইরাল হতে শুরু করে দিয়েছে। এই গানের নাম দেওয়া হয়েছে হোলি কব তু মানাইবু। এই গানটি ইতিমধ্যেই ইউটিউব এ আপলোড করে দেওয়া হয়েছে এবং এই গানে দীনেশ লাল যাদব এর সঙ্গে অভিনয় করেছেন আম্রপালি দুবে। দুজনের কেমিস্ট্রি এই গানে একেবারে অন্য মাত্রায় পৌঁছে গেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই গানটি ট্রেন্ডিং।

দুজনের রোম্যান্সের মাধ্যমেই এই গানটি জনপ্রিয় হয়ে উঠেছে। শুধুমাত্র বিহার নয়, পশ্চিমবঙ্গের বহু মানুষ এই গানটি পছন্দ করেছেন। এই গানটি এখন ইউটিউবে অত্যন্ত জনপ্রিয়। এই গানটি এই দুজনে একসাথে গেয়েছেন এবং এই গানের সুর দিয়েছেন রজনীশ মিশ্রা।

এই গানে আম্রপালি দুবেকে দুর্দান্ত লাগছে তার হোলি স্পেশাল পোশাকে। ভিডিওটি দেখে নিন আরো একবার।