Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Song: সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন নিরাহুয়া-অক্ষরা, ইন্টারনেটে তুমুল ভাইরাল এই ভিডিও

Updated :  Thursday, April 11, 2024 9:45 AM

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং এবং ইউটিউব কুইন অক্ষরা সিং সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। অক্ষরা সিংয়ের গান রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া কাঁপতে শুরু করে। অক্ষরা সিং ভোজপুরি দুনিয়াকে একাধিক ছবি উপহার দিয়েছেন।

অক্ষরা সিং ভোজপুরি জগতের অনেক ভোজপুরি অভিনেতার সাথে কাজ করেছেন। তবে পবন সিংয়ের সঙ্গে অক্ষরা সিংয়ের জুটি সবচেয়ে বেশি পছন্দ হলেও এবার আর এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি। পবন সিং ও অক্ষরা সিংয়ের মধ্যে চলমান বিবাদ সবারই জানা। দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া ও অক্ষরা সিংয়ের জুটিকে মানুষ খুব পছন্দ করেন। যখনই অক্ষরা সিং ও নির্হুয়াকে একসঙ্গে দেখা যায়, তখনই হইচই পড়ে যায়।

আজকের দিনে নিরাহুয়া এবং অক্ষরা সিংয়ের আলাদা করে কোনও স্বীকৃতির প্রয়োজন নেই। অক্ষরা সিং এবং নিরাহুয়ার উপর চিত্রায়িত “দেখল কারি কাম জি” গানটি আবার ইউটিউবে ভাইরাল হয়েছে। এই গানের ভিডিওতে দুজনকেই তাদের রোমান্স দিয়ে ইন্টারনেটের তাপমাত্রাকে বাড়িয়ে তুলতে দেখা যায়। গানটি গেয়েছেন দীনেশ লাল ‘নিরাহুয়া’ এবং প্রিয়াঙ্কা সিং। গানটি এখন পর্যন্ত ৬২ লাখ ৭২ হাজার ২১০ বারের বেশি দেখা হয়েছে। নিরহুয়ার এই ভিডিওটি এসআরকে মিউজিক ভোজপুরি নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওতে শাড়িতে অক্ষরা সিংকে খুব সুন্দর দেখাচ্ছে। মাঝরাতে দুজনকে রোমান্স করতে দেখা যায়। ভিডিওতে অক্ষরা সিং ও নির্হুয়াকে প্রচণ্ড রোমান্স করতে দেখা যাচ্ছে। যখনই অক্ষরা সিং এবং নিরাহুয়া একসঙ্গে পর্দা শেয়ার করেন, তখনই বিস্ফোরণ ঘটে।