Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঠাণ্ডায় সিঁড়িতে শুয়ে আম্রপালি আর নিরহুয়াকে রোমান্স করতে দেখে তোলপাড়, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন ভক্তরা

Updated :  Monday, February 5, 2024 9:38 AM

সোশ্যাল মিডিয়া মানেই ভাইরাল ভিডিওর ছড়াছড়ি। আজকের দিনে দাড়িয়ে প্রতিদিন একাধিক ভিডিও জনপ্রিয়তার শীর্ষ স্থান দখল করছে। বিশেষ করে সেই সমস্ত ভিডিও গুলোর তালিকায় জায়গা করে নিচ্ছে ভারতীয় যুবতীদের সাহসী ডান্স। ভোজপুরি, হরিয়ানভি ডান্সের পাশাপাশি বলিউডের জনপ্রিয় গান থেকে শুরু করে আঞ্চলিক গানে সাহসী পারফরমেন্স করে সংবাদ শিরোনামে উঠে আসছেন অনেক যুবতী। এক কথায়, সংবাদ শিরোনামে জায়গা পেতে সাহসের সর্বোচ্চ সীমানা অতিক্রম করছেন অনেকেই।

আর সাহসিকতার কথা বললে সবার প্রথমে উঠে আসে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির নাম। এদিকে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি, তবে বিগত বেশ কয়েক বছর ধরে একছত্র অধিপত্য বিস্তার করেছেন আম্রপালি দুবে এবং নিরহুয়া। তাদের এই জুটিকে বিশেষভাবে পছন্দ করেছেন নেটিজেনরাও। জানলে অবাক হবেন, আম্রপালি দুবে গান নিরহুয়ার সঙ্গে ৩০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। এছাড়া শতাধিক অ্যালবাম ভিডিওতে কাজ করেছেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় এদের রোমান্টিক গানগুলি বেশ পছন্দ করে থাকেন নেটিজেনরা। নিরহুয়া এবং আম্রপালি দুবের প্রতিটা গান নেট পাড়ায় রীতিমত ভাইরাল হয়।

বর্তমানে ভোজপুরির এই জনপ্রিয় জুটির একটি গান রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দুজনকেই লাল ড্রেসে উদ্দাম রোমান্স করতে দেখা গেছে। ”মুহে পে আটক জাটা” গানটিতে বদ্ধ ঘরে মেঝের উপর আম্রপালির সাথে একাধিক উষ্ণ দৃশ্য সৃষ্টি করতে দেখা গেছে। বদ্ধ ঘরে তাদের হট সিন গুলো দেখে তীব্র শীতের মধ্যেও ঘামতে শুরু করেছেন নেটিজেনরা।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গেছে, রক্ত রাঙ্গা ড্রেস পরে প্রথমে নিরহুয়াকে উত্তেজিত করছেন আম্রপালি। তবে তার পরের দৃশ্যে চরম উত্তেজিত হয়ে রোমান্স করতে শুরু করেন নিরহুয়া।