Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘হিলোরা মারে জাওয়ানিয়া’, নিরাহুয়া-আম্রপালির হোলি স্পেশাল রোম্যান্স, দেখে লজ্জা পাবেন (Watch Video)

Updated :  Sunday, February 26, 2023 10:21 AM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা পবন সিংয়ের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।

আর কিছুদিন বাদেই হোলি। আর তার আগে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ নিরহুয়া ও আম্রপালির একটি হোলি স্পেশাল মিউজিক ভিডিও। এই অনস্ক্রিন পাওয়ার কাপেল এই নতুন ভাইরাল ভিডিওতে অন্তরঙ্গতার সমস্ত মাত্রা ছাড়িয়ে অভিনয় করেছেন যা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের। তাদের মিষ্টি রোমান্সের মাঝে শক্তিশালী কেমিস্ট্রির মিশ্রণ পছন্দ হয়েছে প্রায় সকলের।

ভাইরাল হওয়া এই ভোজপুরি গানটির নাম হল ‘হিলোরা মারে জওয়ানিয়া’। ভাইরাল ভিডিওতে নিরাহুয়া একটি কমলা রঙের শার্ট পরেছেন এবং অন্যদিকে আম্রপালি দুবে একটি সাদা রঙের স্যুট পরেছেন। তাঁদের নাচের মাঝে রোমান্টিক এক্সপ্রেশন মনে ধরেছে সকলের। এই ভিডিওটি ইতিমধ্যেই ৮.৩৬ লাখ মানুষ দেখে নিয়েছেন। আপনি যদি ভাইরাল ভিডিও দেখতে চান তাহলে এখানে দেখে নিন।