Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: সুন্দরী কাজলকে দেখে উদ্দাম রোম্যান্সে মাতলেন নিরাহুয়া, একা বসে দেখুন

Updated :  Sunday, May 26, 2024 11:55 AM

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিকে (Bhojpuri Film) সফল ভাবে এগিয়ে নিয়ে চলেছেন যারা, তাদের মধ্যে অন্যতম নাম দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির রমরমা নতুন করে বাড়তে থাকায় এই সিনে জগতের অভিনেতা অভিনেত্রীরাও ক্রমশ হয়ে উঠছেন। অবশ্য দীনেশ লাল যাদব আগে থেকেই বেশ জনপ্রিয়। নিরাহুয়া নামে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে মনোরঞ্জন করে আসছেন তিনি।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক পুরনো। আগেও ভোজপুরি সিনেমা এবং গানের চাহিদা একই রকম ছিল আমজনতার মধ্যে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আসর জমানোর জন্য ভোজপুরি গানের জুড়ি মেলা ভার। এই ইন্ডাস্ট্রি থেকে বহু অভিনেতা অভিনেত্রীই জনপ্রিয়তা পেয়েছেন জাতীয় মঞ্চে। আসলে ভোজপুরি ছবি, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওর একটি বড় অংশের নির্দিষ্ট দর্শক রয়েছে। আর এখন যত দিন যাচ্ছে ততই যেন খ্যাতি, উন্মাদনা বেড়ে চলেছে ভোজপুরি কনটেন্ট নিয়ে। বর্তমানে হিন্দি সিনেমার তুলনায় ভোজপুরি ছবি, গান নিয়েই চর্চা বেশি হচ্ছে।

VIDEO: সুন্দরী কাজলকে দেখে উদ্দাম রোম্যান্সে মাতলেন নিরাহুয়া, একা বসে দেখুন

ভোজপুরি ইন্ডাস্ট্রির সঙ্গে যাদের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তারা হলেন নিরাহুয়া, অক্ষরা, খেসারি লাল যাদব, কাজল রাঘবানীর মতো অভিনেতা অভিনেত্রীরা। আর নিরাহুয়াও জনপ্রিয়তার তালিকায় রয়েছেন একেবারে প্রথম দিকে। ইদানিং নতুন করে ভোজপুরি ছবির গানগুলির জনপ্রিয়তা আবার বেশ বেড়েছে। সম্প্রতি খেসারি এবং কাজলের একটি মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। নতুন করে ফের চর্চায় উঠে এসেছে ভিডিওটি। একটি মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। নতুন করে ফের চর্চায় উঠে এসেছে ভিডিওটি।

‘আশিক আওয়ারা’ ছবির ‘নাথুনিয়া তার লেভে দা’ গানটি আবারো চর্চায় উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরি ইউটিউব চ্যানেলে বছর আটেক আগে শেয়ার করা হয়েছিল এই ভিডিওটি। এখনও পর্যন্ত ৩৬ লক্ষ ভিউ হয়ে এই মিউজিক ভিডিওটিতে। উপরন্তু এখন নতুন করে চর্চায় উঠে আসায় ফের লাফিয়ে বাড়ছে ভিউ।