বর্তমানে বিনোদন জগতে ভোজপুরি গানের (Bhojpuri Music Video) চাহিদা ক্রমেই বাড়ছে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির রমরমা নতুন করে বাড়তে থাকায় এই সিনে জগতের অভিনেতা অভিনেত্রীরাও ক্রমশ হয়ে উঠছেন। অবশ্য দীনেশ লাল যাদব আগে থেকেই বেশ জনপ্রিয়। নিরাহুয়া নামে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে মনোরঞ্জন করে আসছেন তিনি।
ভোজপুরি সিনেমা এবং গানের চাহিদা অবশ্য আগেও কম ছিল না আমজনতার মধ্যে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভোজপুরি গানের আধিপত্য ছিল দেখার মতো। অনেক সময়েই তা চোখে পড়েছে অনেকের। আর এখন সোশ্যাল মিডিয়ায় রমরমা হতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভোজপুরি গানের জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উঁকি দিলেই চোখে পড়বে ভোজপুরি গানে দেদারে নাচের ভিডিও। বিশেষ করে ইউটিউবে ভোজপুরি সিনেমার মিউজিক ভিডিও গুলির চাহিদা রয়েছে আকাশছোঁয়া। এক একটি ভিডিও শেয়ার হতে না হতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। আর এ সবের কারণেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরাও জনপ্রিয়তার নিরিখে ক্রমেই বলিউডের নায়ক নায়িকাদের সমকক্ষ হয়ে উঠছেন ধীরে ধীরে।

নিরাহুয়ার জনপ্রিয়তা অনেক দিন ধরেই রয়েছে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। ভোজপুরি ফিল্ম জগতের প্রথম সারির অভিনেতা তিনি। মূলত আম্রপালি দুবের সঙ্গে তাঁর রসায়ন বেশি জমলেও অন্যান্য অভিনেত্রীদের সঙ্গেও বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি নিরাহুয়া এবং অভিনেত্রী মধু শর্মার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দুরন্ত রোম্যান্স করতে দেখা যাচ্ছে দুজনকে।
বন্ধ ঘরে নিরাহুয়া এবং মধু শর্মার উত্তেজক রোম্যান্টিক দৃশ্য দেখে নিয়ন্ত্রণ হারানোর জোগাড় হয়েছে দর্শকদের। ‘গুলামি’ ছবির এই রোম্যান্টিক মিউজিক ভিডিওটি পাঁচ বছর আগে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। আর তাতেই বেশ বোঝা যাচ্ছে নিরাহুয়া এবং মধু শর্মার রসায়ন এখনো ঝড় তুলতে সক্ষম দর্শক মহলে।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’