Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাস্তার মাঝখানে শর্টস পরা অবস্থায় আম্রপালিকে দেখে নিজেকে সামলাতে পারলেন না নিরাহুয়া, রাস্তার মাঝেই করলেন চরম রোমান্স

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবের আজকের দিনে আর কোন আলাদা পরিচয় এর প্রয়োজন নেই। শুধুমাত্র ভোজপুরি দুনিয়ায় না, এই অভিনেত্রীর জনপ্রিয়তা সারা ভারতে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে…

Avatar

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবের আজকের দিনে আর কোন আলাদা পরিচয় এর প্রয়োজন নেই। শুধুমাত্র ভোজপুরি দুনিয়ায় না, এই অভিনেত্রীর জনপ্রিয়তা সারা ভারতে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে সফল অভিনেত্রী তিনি। অক্ষরা সিং এবং মোনালিসার মত অভিনেত্রীরা থাকলেও, আম্রপালি সবাইকে একেবারে ছাপিয়ে গিয়েছেন। অভিনেত্রী তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের জন্য সব সময় খবরে থাকেন। সোশ্যাল মিডিয়াতে আম্রপালীর একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং রয়েছে এবং এখন অভিনেত্রীর ভক্তরা কেবলমাত্র ভারতে নয় বরং বিদেশেও ছড়িয়ে পড়েছেন।

তার ভক্তরা সব সময় জানতে চান যে আম্রপালি দুবে কবে বিয়ে করতে চলেছেন। তিনি এখনো কেন বিয়ে করেননি? এই খবরটা এখনো সবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে এই সম্পর্কে নিজেই একটা আপডেট দিয়েছেন আম্রপালী দুবে। তিনি জানিয়ে দিয়েছেন, তিনি যে জীবনসঙ্গীকে চাইছেন তাকে এখনো খুঁজে পাননি এবং সেই কারণে তিনি এখনো পর্যন্ত বিয়ে করেননি। তবে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে সবসময় গুঞ্জন চলতেই থাকে, আম্রপালি দুবে এবং নিরাহুয়ার মধ্যে নাকি একটা সম্পর্ক রয়েছে। যখনই নিরহুয়া এবং আম্রপালি কে একসাথে কোন সিনেমায় দেখা যায় সেই সিনেমা মানুষের বেশ পছন্দ হয় এবং তাদের রসায়ন মানুষকে বেশ আনন্দিত করে তোলে। বলতে গেলে তাদের রোমান্স দেখে মানুষ বেশ খুশি হন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা পায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি তাদের দুজনের একটি নতুন গান সোশ্যাল মিডিয়াতে আবারো ভাইরাল হতে শুরু করেছে। নিরাহুয়া হিন্দুস্তানি ছবির দারে তোহার ফারজী গানটি আবারো সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এই গানের ভিডিওতে অভিনেত্রীর চেহারা নিয়ে যদিও একটা খারাপ মন্তব্য করে বসেছেন নিরাহুয়া। সেই কারণেই আদতে বিরক্ত হয়েছেন অভিনেত্রী। বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে এই গানটি এখন ভাইরাল। এই গানটি গেয়েছেন পেয়ারে লাল যাদব এবং এই গানের সংগীত দিয়েছেন রাজেশ রজনীশ। এই গানে ভোজপুরি দুই অভিনেতা-অভিনেত্রীর রোম্যান্স সবাই বেশ পছন্দ করেছেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি।

About Author