বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।
ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী ইয়ামিনী সিং তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি। তিনি দিনেশ লাল যাদব থেকে শুরু করে খেসারি লাল যাদব অব্দি সমস্ত ভোজপুরি তারকাদের সাথে কাজ করেছেন।
সম্প্রতি নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদবের সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন ইয়ামিনি। ‘এক বের এ রাজা আঁখিয়া কে সোজা’ গানটি এখন ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। গানটিতে নিরহুয়া ও ইয়ামিনী সিংয়ের হট কেমিস্ট্রি দেখা যাবে। এই গানটিতে নিরহুয়া এবং ইয়ামিনী সিংয়ের মধ্যে অনেক সাহসী দৃশ্যও শ্যুট করা হয়েছে। গানটি ‘লাল্লু কি লায়লা‘ সিনেমার। ‘ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরি‘ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। ইতিমধ্যেই ৮২ লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। আপনিও দেখতে চাইলে এখানেই দেখে নিন ভিডিওটি।














Johnny Depp Reveals the Real Reason He Refuses to Watch His Daughter’s Adult Series