বিনোদনবলিউড

Nirahua-Amrapalli Video: আম্রপালির শাড়ির আঁচল টেনে রোম্যান্স করলেন নিরাহুয়া, তাকিয়ে দেখল গোটা নেটপাড়া

Advertisement

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দর্শক বৃত্ত মূলতঃ গ্রামীণ। ষাটের দশকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prashad) -এর উদ্যোগে তৈরি হয়েছিল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। গোড়ার দিকে ইন্ডাস্ট্রিতে সাধারণতঃ ধর্মীয় ফিল্ম বানানো হলেও পরবর্তীকালে ক্রমশ গ্রামীণ বিষয় নিয়েই তৈরি হতে থাকে ভোজপুরি ফিল্ম। ফিল্মের চিত্রনাট্য লেখা হতে থাকে ঘনিষ্ঠ দৃশ্য। তবে অবশ্যই সেই দৃশ্যের ভিত্তি স্বামী-স্ত্রীর সম্পর্ক। ভোজপুরি ফিল্ম ‘মোকামা 0 কি.মি.’-তেও স্বামী-স্ত্রীর প্রেমের দৃশ্যের অবতারণা রয়েছে। এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়া ও আম্রপালি দুবে (Amrapali Dubey)। ফিল্মের গান ‘খোলে দি কবড়িয়া’ এখনও যথেষ্ট জনপ্রিয়।

2017 সালের 21 শে ডিসেম্বর এই গানটি নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। গানের মূল ভিত্তি হল স্বামী-স্ত্রীর প্রেম। রাত ভোর হয়ে গেলে বাড়ির বৌ আম্রপালি শাড়ি পরে ঘরের দরজা খুলে বেরোতে চাইলে তাঁকে আটকান নিরাহুয়া। আম্রপালি তাঁকে অনুরোধ করেন দরজা খুলে দিতে। কিন্তু নিরাহুয়া তাঁর কথা মানতে চান না। তিনি আম্রপালির শাড়ির আঁচল ধরে টানেন। নিরাহুয়াকে আম্রপালি তাঁর কথা শুনতে বলেন। আম্রপালি জানলার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকিয়ে নিরাহুয়াকে বলেন, শাশুড়ি বাইরে অপেক্ষা করছেন। আম্রপালির নামে শাশুড়ির কাছে অভিযোগ করছে তাঁর ননদ। তাই আম্রপালি দ্রুত ঘরের বাইরে যেতে চান।

নিরাহুয়াকে তিনি বলেন তাঁর ব্লাউজের লটকান বেঁধে দিতে। নিরাহুয়া বলেন, তাঁর মন ভরেনি। হঠাৎই আম্রপালির নজরে পড়ে, জানলার পর্দা সরানো রয়েছে। তিনি নিরাহুয়াকে পর্দা টানতে বললে নিরাহুয়া তা পাত্তা দেন না। শেষ অবধি নিরাহুয়া জানলা বন্ধ করে দেন। এই গানটি গেয়েছেন কল্পনা (Kalpana) ও রজনীশ মিশ্র (Rajnish Mishra)। গানের ভিডিওর ভিউ এখনও পর্যন্ত অতিক্রম করেছে প্রায় সাড়ে বাইশ লক্ষ।

Related Articles

Back to top button