Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিরাহুয়ার সঙ্গে অস্থির হয়ে উঠলেন অক্ষরা সিং, মাঝরাতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prashad)-এর উৎসাহে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রপাত ঘটেছিল ষাটের দশকে। গোড়ার দিকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হত পৌরাণিক ফিল্ম। পরবর্তী কালে বিভিন্ন ধরনের কাহিনী নিয়ে…

Avatar

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prashad)-এর উৎসাহে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রপাত ঘটেছিল ষাটের দশকে। গোড়ার দিকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হত পৌরাণিক ফিল্ম। পরবর্তী কালে বিভিন্ন ধরনের কাহিনী নিয়ে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হতে থাকে চিত্রনাট্য। কিন্তু ভোজপুরি ফিল্মের প্রবীণ দর্শকদের একাংশের মতে, বর্তমানে এই ফিল্ম ইন্ডাস্ট্রির অবনমন ঘটেছে। তাঁদের মতে, আশির দশকে ধীরে ধীরে অবনতি ঘটেছে ভোজপুরি ফিল্মের। তার জন্য অনেকে দায়ী করছেন দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া (Dinesh Lal Yadav Nirahua)- র মতো নায়কদের। তাঁদের হস্তক্ষেপের কারণে চিত্রনাট্যে আসতে থাকে পরিবর্তন। ব্যবহার হতে থাকে দ্বৈত অর্থ যুক্ত শব্দ। নায়িকারা হয়ে ওঠেন সেক্স অবজেক্ট। তবে বর্তমানে আন্তর্জাতিক স্তরে বিখ্যাত হয়ে উঠেছেন নিরাহুয়া। আম্রপালি দুবে (Amrapali Dubey)-র সাথে তাঁর জুটি যথেষ্ট বিখ্যাত হলেও নিরাহুয়ার সাথে অক্ষরা সিং (Akshara Singh)-এর অনস্ক্রিন রসায়ন যথেষ্ট হিট হয়েছিল।

এই জুটির হিট ফিল্মি গানের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ‘তনি দেখাল করি’। গানটি গেয়েছেন নিরাহুয়া ও প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)। অরবিন্দ তিওয়ারি (Arvind Tiwari)-র কথা ও ওম ঝা (Om Jha)-র সুরে তৈরি এই গানের শুরুতে ফুল দিয়ে সাজানো সাঁকোর উপর দিয়ে হাঁটছেন নিরাহুয়া। অভিমানী নায়ককে পিছন থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরেন অক্ষরা। তাঁর পরনে রয়েছে লাল রঙের কামিজ ও নীল রঙের সালোয়ার এবং ওড়না। লাল রঙের কামিজ জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। নিরাহুয়ার পরনে রয়েছে নীল রঙের টি-শার্ট ও ট্রাউজার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুইজনে শুরু করেন সাঁকোর উপর নাচ। নিরাহুয়াকে গানের সুরে অক্ষরা বলেন, তিনি নায়ককে চোখের সামনে সবসময়ই দেখতে চান। নায়িকা নিরাহুয়ার প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটান। অক্ষরা ভাঙাতে চান নিরাহুয়ার অভিমান। একসময় গানের মাঝেই বদলে যায় নায়ক-নায়িকার পোশাক। নিরাহুয়ার পরনে রয়েছে সবুজ রঙের টি-শার্ট ও ট্রাউজার। অক্ষরা পরেছেন সবুজ রঙের শিফন শাড়ি। অক্ষরার যৌবন আকর্ষণ করে নিরাহুয়াকে। তিনিও নায়িকার প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটান। কিন্তু শেষ অবধি অক্ষরার প্রতি নিরাহুয়ার অভিমান বজায় থাকে। এই গানের ভিডিওটি এখনও অবধি ছাপ্পান্ন লক্ষ ভিউ অতিক্রম করেছে।

About Author