Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোট পোশাকে সোফার উপরে বসে উত্তেজনায় মত্ত আম্রপালি ও নিরাহুয়া, দুজনের রোম্যান্টিক ভিডিও ভাইরাল

Updated :  Tuesday, July 11, 2023 2:38 PM

আজকের দিনে ভোজপুরি গান মানেই পার্টিতে একটা আলাদা উন্মাদনা। ভোজপুরি যে কোনো গানের সাথেই নাচ একেবারে মাস্ট। একই সাথে ভোজপুরি সিনেমাও কিন্তু দর্শকরা ব্যাপকভাবে ইনজয় করেন। এই ভোজপুরি সিনেমা জগতের সবথেকে বড় তারকাদের মধ্যে একজন হলেন নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদব। তার সিনেমা দেখেননি অথচ ভোজপুরি সিনেমার তিনি ফ্যান, এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। খেসারি লাল যাদব থেকে শুরু করে, পবন সিং এর মত তারকাও দীনেশ লাল যাদবের কাছে চুনোপুটি। ভোজপুরি সিনেমা জগতে এখনো তার অবাধ রাজত্ব। বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, ফ্যান ফলোইং এর দিক থেকে যেকোনো বলিউড তারকাকে টেক্কা দিতে পারেন নিরাহুয়া।

আর দীনেশ লাল যাদবের সঙ্গে যে অভিনেত্রীকে সবথেকে বেশি দেখা যায় তিনি হলেন আম্রপালি দুবে। নিরাহুয়ার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।

সম্প্রতি তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিলিজ হয়ে গেছে। এই গানটির নাম “কাটোরে কাটোরে “। এই ভিডিওতে দুজনকে কাপল রোম্যান্স করতে দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। তাদের দুজনের এই ওয়াইল্ড রোম্যান্স সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওতে কমেন্ট ও লাইকের বন্যা বইয়ে দিয়েছেন। ভিডিওটি যেমন ভাইরাল হয়েছে তেমনি সকলেই এই ভিডিওটি করেছেন শেয়ার। চলুন দেখে নিন ভিডিওটি।