নির্ভয়া কান্ডের অভিযুক্তদের ফাঁসির মঞ্চ প্রস্তুত, ডাক পড়লো দুই ফাঁসুড়ের
অরূপ মাহাত: দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে শাস্তি পেতে চলেছে দিল্লির নির্ভয়া গণধর্ষণ কান্ডের চার অভিযুক্ত। আগামী ২২ জানুয়ারি তিহার জেলে তাদের ফাঁসি কার্যকর করা হবে। শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। একইদিনে ফাঁসির দড়িতে ঝোলানো হবে চার ধর্ষককে। কিন্তু তিহার জেলে বর্তমানে কোন ফাঁসুড়ে নেই। তাই অন্য কোন জায়গা থেকে ফাঁসুড়ে এনে ফাঁসি দেওয়া হবে তাদের।
আরও পড়ুন : শহরে পা রাখবেন প্রধানমন্ত্রী, রয়েছে বিশেষ কর্মসূচি
ইতিমধ্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিহার থেকে আনা হয়েছে ফাঁসির দড়িও। এবার ফাঁসুড়ের কাজ। তিহার জেলে ফাঁসুড়ে না থাকায় উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে দুই ফাঁসুড়েকে চেয়ে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ কারা বিভাগের এডিজি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘তিহার জেল কর্তৃপক্ষের একটি চিঠি আজই আমাদের হাতে এসে পৌঁছেছে। যেখানে তারা লিখেছেন আমাদের মেরঠের এক ফাঁসুড়ে পবন কুমারকে তাদের প্রয়োজন। সাথে এও অনুরোধ করেছেন যে, অন্য কোন ফাঁসুড়ে আমাদের হাতে থাকলে তাকেও যেন আমরা পাঠাই।’ আগামী ২২ তারিখ ফাঁসির সাজাপ্রাপ্ত চার বন্দির ফাঁসির জন্যই তাদের পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিহার কর্তৃপক্ষ, এমনটাই জানালেন ওই আধিকারিক।
আরও পড়ুন : গত মাসে সংসদে পাস হয়েছিল, এবার কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯
তিনি আরও জানান, ‘পবন কুমারকে আমরা পাঠিয়ে দেব বলে জানিয়েছি। তবে আমাদের অন্য আরেক জন যে ফাঁসুড়ে রয়েছে সে এই মুহূর্তে মানসিক ও শারীরিক ভাবে এই কাজ করার জন্য প্রস্তুত নয়। একথা তিহার জেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ একথা মৌখিক ও লিখিত ভাবে তিহার কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের কারা বিভাগের এডিজি।