কলকাতা: এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি। রাজ্যের নেতা-মন্ত্রীরা একের পর এক করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন। সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পর এবার করোনায় আক্রান্ত হলেন নির্মল মাঝি। জানা গিয়েছে, জ্বর এবং অতিরিক্ত শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি রয়েছেন তিনি।
সূত্রে খবর, এক বেসরকারি হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করিয়েছিলেন নির্মল মাঝি। আর সেই রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট পজিটিভ আসার পরেই তাঁকে তড়িঘড়ি কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হয়। সেখানে তিনি আপাতত চিকিৎসাধীন। তবে করোনায় আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মাসখানেক আগে ব্রেন স্ট্রোক হওয়ায় এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘ বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল রাজ্যের শ্রম দফতরের মন্ত্রীকে। আর এবার তিনি করোনায় আক্রান্ত হলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।