Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nita Ambani: বিশ্বের সবচেয়ে দামি ও বিলাসবহুল গাড়ি কিনলেন নীতা আম্বানি, তাতে হীরে-মুক্তা জড়ানো

Updated :  Thursday, June 22, 2023 8:51 AM

নিতা আম্বানি গোটা বিশ্বের কাছে একজন পরিচিত মুখ। মুকেশ আম্বানির স্ত্রী তিনি। নিজের স্বামী ও তিন সন্তানকে নিয়ে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় তাকে। তার বিলাসবহুল শখের কথা অজানা নয় কারোরই। দামি ফোন ও গাড়ি কেনা তার অন্যতম শখ। এবার বিশ্বের সবথেকে মূল্যবান গাড়ি কিনে নজর কাটলেন নিতা আম্বানি। এই মুহূর্তে নিজের বিলাসবহুল শখের কারণেই আবারো চর্চায় মুকেশ ঘরণী।

খুব সম্প্রতি বিলাসবহুল মূল্যবান গাড়ি কিনে সাধারণের হুঁশ উড়িয়েছেন নিতা আম্বানি। জানা গিয়েছে, অডি এ নাইন কিনেছেন তিনি। এটি যে বিলাসবহুল গাড়িগুলির মধ্যে অন্যতম, তা জানেন অধিকাংশই। অডির এই মডেলের দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণের। উল্লেখ্য, এই গাড়ির বাজারদর ৯০ কোটি থেকে ১০০ কোটি। খুব স্বাভাবিকভাবে এটি যে সাধারণের আয়ত্তের বাইরে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

Nita Ambani: বিশ্বের সবচেয়ে দামি ও বিলাসবহুল গাড়ি কিনলেন নীতা আম্বানি, তাতে হীরে-মুক্তা জড়ানো

অডি এ নাইন গাড়িটি যে অন্যান্য গাড়ির থেকে টেকনোলজির দিক দিয়ে অনেকটাই এগিয়ে, তা বলাই বাহুল্য। বিশেষ করে এই গাড়িতে বৈদ্যুতিক রঙ করা রয়েছে। আর সেই সূত্রেই গাড়িটির বাইরের রঙ থেকে থেকেই পরিবর্তন হতে থাকে। পাশাপাশি এই গাড়ির মধ্যেকার ফিচার্সও কিছু কম নেই। গাড়িটি বিশেষভাবে বিদেশ থেকেই আনানো হয়েছে নিতা আম্বানির জন্য। বলাই বাহুল্য, এই মুহূর্তে মুকেশ ঘরণী ১০০ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিনে নিজের শখ মিটিয়েই মিডিয়ার পাতায় চর্চার আলো কেড়েছেন। আর তার সেই গাড়িরই একাধিক ছবি এখন ভাইরাল হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে মুকেশ আম্বানি নিজেও চর্চার আলো কেড়েছিলেন নিজের সদ্যোজাত নাতনির সূত্র ধরেই। সেই ঝলকও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।