Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিহারে বিধানসভা নির্বাচনের জন্য আসন ঘোষণা করল জেডিইউ ও বিজেপি

Updated :  Tuesday, October 6, 2020 9:24 PM

পাটনা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই করোনা পরিস্থিতির মধ্যে হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। আর এনডিএর পর এবার আসল সমঝোতা করে নিল জেডিইউ ও বিজেপি।

আজ, মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ বিষয়ে জানিয়েছেন, ‘এবার বিহার বিধানসভা নির্বাচনে ১২২ আসন পেয়েছে জনতা দল ইউনাইটেড। অন্যদিকে, বিজেপি পেয়েছে ১২১ আসনে। জেডিইউ তার কোটা থেকে ৭টি আসন দেবে এনডিএর শরিক হিন্দুস্থান আওয়াম মোর্চাকে। অন্যদিকে, বিজেপি তার কোটা থেকে কিছু আসন দেবে বিকাশশীল ইনশান পার্টিকে।’ সূত্রের খবর, বিকাশশীল পার্টিকে দেওয়া হবে ৬টি আসন।

যদিও এ ব্যাপারে নীতিশ কুমার স্পষ্ট করে কিছু জানাননি। তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গেই জেডিইউ লড়বে, এমনটাই জানিয়েছেন তিনি। এখন এবারের বিধানসভা নির্বাচনে মসনদে কে বসে, সেটাই দেখার।