Categories: দেশনিউজ

অযোধ্যায় মসজিদের জন্য বিকল্প জমি গ্রহণযোগ্য নয় : জামিয়াত উলামা ই হিন্দ

Advertisement

Advertisement

প্রীতম দাস : অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনার জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের গুরুত্বপূর্ণ সভা হবার দুই দিন আগে দিল্লিতে তাদের কার্যনির্বাহী কমিটির বৈঠকে জামায়াত উল্মায়ে হিন্দ জানিয়েছে। ‘মসজিদ এর জন্য বিকল্প হিসেবে কোনো কিছু নয় – তা সে টাকা হোক কিম্বা জমি’।

Advertisement

বৈঠকে উপস্থিত উত্তরপ্রদেশের জে এইচ সভাপতি আসাদ রশিদী বলেন – কার্যনির্বাহী কমিটির বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি, মসজিদের পাঁচ একর বিকল্প জমির সাথে সম্পর্কিত ছিল ও অন্যটি পুনর্বিবেচনার আবেদন করার বিষয়ে ছিল।

Advertisement

ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের কোনো কিছুর জন্য মসজিদের কোনো বিকল্প থাকতে পারে না – অর্থ বা জমিও নয়। কোনো মুসলিম সংগঠনের পক্ষে বারটার গ্রহণ করা ঠিক হবে না বলে তিনি জানিয়েছেন।

Advertisement

অন্য এক মুসলিম আইনজীবী মোহাম্মদ উমর ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি এ আই এম পি এল বি সহায়তা পেলে তিনি একটি রিভিউ পিটিশন দায়ের করবেন।

অল ইন্ডিয়া বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক এবং সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরিয়ার জালানি আগেই বলছেন যে তিনি শীর্ষ আদালতের রায়ে সন্তুষ্ট নন।

Recent Posts