বড় ঘোষণা কেন্দ্রের, আগামী ৯০ দিন ডেবিট কার্ডে লাগবে না কোনো চার্জ
দেশ জুড়ে চলছে জরুরি অবস্থা, করোনা ভাইরাস ক্রমেই নিজের প্রভাব বিস্তার করছে। এমন জরুরি অবস্থায় লক ডাউন হয়ে গিয়েছে অনেক রাজ্যই। এমন পরিস্থিতিতে ডেবিট কার্ড হোল্ডারদের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ খুশির খবর দিলেন। তিনি আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ডেবিট কার্ড ব্যবহারকারীরা আপাতত তিন মাস যেকোনো ব্যাঙ্ক থেকে টাকা তুললে আলাদা করে কোনো চার্জ কাটা যাবে না। অর্থাৎ আর আলাদা করে কোনো টাকা কাটবে না।
এদিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী আরও জানান, আগে আধার কার্ড সংযোগের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত ধার্য করা থাকলেও তা আগামী ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দেওয়ার শেষ দিন বাড়ানো হল ২০২০ সালের ৩০জুন পর্যন্ত। সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে করা হলো ৯ শতাংশ করা হল দেরিতে পেমেন্টের ক্ষেত্রে।
দেশে চলছে জরুরি অবস্থা, তার মাঝেই অর্থমন্ত্রীর একাধিক ঘোষণা। ‘সবকা কা বিশ্বাস’ প্রকল্পের জন্য সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩০ জুন পর্যন্ত। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ভারতে করোনায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ৯। ইতিমধ্যেই ভারতের বেশিরভাগ রাজ্যেই লকডাউন জারি করা হয়েছে। কিছু এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া আর সবরকমের দোকানই বন্ধ প্রায় সমগ্র দেশ জুড়েই।