রবিবার বড়সড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখন সরকার কোনো সরকারি কর্মচারী বা রাজনীতিবিদের বিদ্যুৎ বিল পরিশোধ করবে না। তাকে নিজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।
আমরা ভিআইপি সংস্কৃতি ভাঙছি
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ১ জুলাই থেকে তিনি নিজে এবং রাজ্যের মুখ্যসচিব নিজেরাই এই কাজ শুরু করতে চলেছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “আমরা ভিআইপি সংস্কৃতি ভাঙছি। করদাতাদের টাকা দিয়ে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি না। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের জুলাই থেকে এখন থেকে গোটা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও রাজনীতিবিদদের নিজেদেরই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে।”
We have undertaken an initiative to implement auto-disconnection of electricity at all Govt offices barring CM Sectt, Home and Finance Deptts at 8PM so that we can save electricity. This measure is already in place at 8,000 Govt offices, schools, etc across the State. pic.twitter.com/eJXe3Km71d
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 16, 2024
আসামের মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিনামূল্যে বিদ্যুতের দিন শেষ। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন, ১ জুলাই থেকে তিনি সহ সমস্ত মন্ত্রী ও আধিকারিকদের বিদ্যুতের বিল মেটাতে হবে। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা রবিবার আসাম সচিবালয় কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে জনতা ভবন সৌর প্রকল্প, ২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, গ্রিড-সংযুক্ত ছাদ এবং গ্রাউন্ড-মাউন্টেড সোলার পিভি সিস্টেমের উদ্বোধন করেন।
৩০ লক্ষ টাকা মাসিক সাশ্রয়
প্রকল্পটি মাসে গড়ে ৩ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে এবং বিনিয়োগের পরিমাণ ১২.৫৬ কোটি টাকা ৪ বছরের মধ্যে পুনরুদ্ধার করা হবে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে প্রায় ৩০ লক্ষ টাকা মাসিক সাশ্রয় হবে।