প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: একদিকে সবাই যখন পুজোর আনন্দে মাতোয়ারা তখন অপরদিকে বন্যার ভ্রুকুটি রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে তাই জেলাস্তরে সব সীনিয়র অফিসারদের ছুটি বাতিল করেছে নবান্ন। বুধবার নবান্নে রাজ্যে কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি ও পুজো নিয়ে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্যসচিব রাজিব সিনহা। সেই বৈঠকে তিনটি জেলার জলমগ্ন অবস্থা নিয়ে রিপোর্ট করা হয়।
এরপরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভিডিও কনফারেন্সে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায়, সেচ সচিব নবীন প্রকাশ , রাজ্য পুলিশের ডিজি সহ অনেকেই উপস্থিত ছিলেন। পুলিশ সুপারদের কাছ থেকে জেলার আইনশৃঙ্খলার খবর জানতে চান ডিজি। তিনি পুলিশ সুপার ও পুলিশ কমিশনার দের পুজোর কদিন সর্বত্র নজর রাখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বৃষ্টির জলে নদীর জল বেড়ে যাওয়ায় জলপথ পরিবহনের দিকে নজর রাখতে বলা হয়েছে।