দেশনিউজ

আর GST লাগবে না! বড় ঘোষণা করলো কেন্দ্র

Advertisement

মোদী সরকার আসার পর যে সব বড় বড় ঘোষণা হয়েছে তার মধ্যে অন্যতম হল জিএসটি। বিভিন্ন জিনিসের দামের উপর জিএসটি চালু হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে ক্রেতাদের। শুধুমাত্র দ্রব্য সামগ্রী না হোটেল রেস্টুরেন্ট প্রতিটি জায়গাতে চালু করা হয় জিএসটি। এই জিএসটি নিয়েই কেন্দ্র সরকার এক বিরাট ঘোষণা করলো।

আজ, শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণাটি করেন। তিনি জানান যে, হোটেলে হাজার টাকার নিচে রুম ভাড়া নিলে দিতে হবে না কোনো জিএসটি।এছাড়া সাড়ে ৭ হাজার টাকার রুমে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১২ শতাংশ।তাছাড়াও আউটডোর ক্যাটরিংয়ে এবং সামুদ্রিক জ্বালানিতে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।

Related Articles

Back to top button