রাস্তায় গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে আর নো-চিন্তা, MG এর এই দুটি গাড়ি কিনলে এবারে ভাড়া করতে পারবেন ব্যাটারি

JSW MG মোটরস এবার ভারতে COMET ইলেকট্রিক গাড়ি ও ZS EV লঞ্চ করার প্রস্তুতি নিতে শুরু করেছে। BAAS প্রোগ্রাম হিসেবে তাদের এই নতুন মডিউল নিয়ে আসছে MG MOTORS। সম্প্রতি লঞ্চ হওয়া MG WINDSOR EV গাড়ি ব্যাপারে কথা বললে, এটি হতে চলেছে ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ি, যেগুলি ভাড়া করা ব্যাটারি দিয়ে চলতে পারে। এই গাড়িটি আসার পরই নতুন MG COMET EV এর দাম অনেকটা কমে গিয়েছে। বর্তমানে, COMET EV গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র ৪.৯৯ লক্ষ টাকা থেকে। অন্যদিকে, ZS EV এখন পাওয়া যাবে মাত্র ১৩.৯৯ লক্ষ টাকা থেকে, যেখানে ব্যাটারি ভাড়া করার অপশন মাত্র ৪.৫ টাকা প্রতি কিলোমিটার থেকে শুরু হচ্ছে।

সহজেই করতে পারবেন ব্যাটারি ভাড়া

Baas প্রোগ্রামে আপনারা ব্যাটারি প্রতি কিলোমিটারের খরচ হিসেবে ভাড়া করতে পারবেন। ব্যাটারি ছাড়া আগে পুরোদাম আপনাকে দিতে হবে এবং তারপর আপনাকে যতটা ব্যাটারি খরচ করবেন সেই হিসেবে দাম দিতে হবে। তিন বছর পরে, ৬০ শতাংশ বাইব্যাক গ্যারান্টিও পেয়ে যাবেন সেই গ্রাহক, এবং সেই নিরিখে সেই ইলেকট্রিক গাড়ির সাথে উচ্চতর রিটার্ন আপনাদের জন্য অপেক্ষা করছে। JSW MG MOTORS INDIA এর চিফ কমার্শিয়াল অফিসার সত্যেন্দ্র সিং বাজোয়া বলছেন, BAAS প্লাটফর্মের সাথে আমরা খুব সহজে গাড়ির মালিক হবার প্লাটফর্ম তৈরি করতে পেরেছি। এই প্লাটফর্ম এর মাধ্যমে, আমাদের গাড়ি আগের থেকেও অনেক সুলভে আপনারা কিনতে পারবেন। আমরা আশা রাখছি, MG মোটরসের এই সমস্ত গাড়ি মানুষজন পছন্দ করবেন।

কত পাবেন রেঞ্জ?

আপনি যদি MG COMET EV গাড়িটি কেনেন তাহলে, এটা হতে চলেছে ভারতে এই ইলেকট্রিক কোম্পানির সবথেকে বেশি মাইলেজ দেওয়া গাড়ি। এই গাড়ি একবার চার্জ করলে আপনারা ২৩০ কিলোমিটারের রেঞ্জ পেয়ে যাবেন। অন্যদিকে, ZS EV গাড়িতে আপনারা পেয়ে যাবেন ৫০.৩ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট একটা ব্যাটারি প্যাক, যেটি একবার চার্জ করলে ৪৬১ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। JSW MOTORS ভারতে বাজাজ ফিনসার্ভ, হিরো ফিনকর্প, ECOFY AUTOWALLET থেকে শুরু করে আরো বেশকিছু সার্ভিসের সাথে পার্টনারশিপ করছে। তাই সমস্ত ধরনের সুবিধা খুব সহজে আপনারা পেয়ে যাবেন।