আন্তর্জাতিকনিউজ

ভারত-চিনের সমস্যা সমাধানে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রয়োজন নেই, জানাল চীন

Advertisement

বেশ কয়েকদিন ধরেই ভারত-চিন সীমান্তে লাদাখ ও উত্তর সিকিমের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ধরে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। নানা উপায়ে যুদ্ধ পরিস্থিতির বিভিন্ন সংবাদ শোনা যাচ্ছে। আর এই ভারত ও চিনের মধ্যে সমস্যা সমাধানের ব্যপারে আমেরিকা মধ্যস্থতা করে জানায়, তারা দুই প্রতিবেশী দেশের সমস্যা মিটাতে চায়, এমনটাই জানান ডোনাল্ড ট্রাম্প। এরপর এই প্রস্তাবে চিন সরকার রাজি নয় বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন তাঁরা।

আরও বলা হয়েছে, দুই দেশ অর্থাৎ ভারত ও চিন নিজেদের সমস্যা তাঁরা নিজেরাই মিটিয়ে নিতে পারবে। তার জন্য কোনো তৃতীয় দেশের মধ্যস্থতা করার কোনো প্রয়োজন নেই। ভারত ও চিন সীমান্তে মাঝে মাঝেই যে অশান্তির খবর শোনা যাচ্ছে তাতে চিনের প্রেসিডেন্ট পিপলস লিবারেশন আর্মিকে প্রস্তুতি নিতে বলা হয়েছে যুদ্ধের জন্য।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়েন আমেরিকার উদ্দেশ্য জানিয়েছেন, দুই দেশ তা সীমান্তে হওয়া উত্তেজনাকে আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমাধান করতে পারবে। এর আগে ভারতের তরফে জানান হয়েছিল, আমেরিকার জন্য অপেক্ষা না করলে চিনের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে। এরপরই স্পষ্ট আমেরিকার উদ্দেশ্য এমনটাই জানাল চিন। যদিও বারংবার অশান্তির কথা স্বীকার করেনি চিন সরকার।

Related Articles

Back to top button