দেশনিউজ

করোনার দাপট, আগামী ১ বছর কোনও নতুন প্রকল্প শুরু হবে না, জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Advertisement

করোনা মহামারীর জের, আগামী ১ বছরের জন্য কোনো নতুন প্রকল্প শুরু হবে না। এমনটাই আজ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দেশের সমস্ত মন্ত্রীদের বলে দেওয়া হয়েছে, যাতে নতুন কোনো স্কিম তাঁরা এই বছর অর্থমন্ত্রীকে সুপারিশ না করে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন যে কেবলমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজ চালু রাখা হবে। বাকি আর কোনো স্কিম এই বছর চালু থাকবে না। আর নতুন কোনো স্কিম চালু হবে না। শুধুমাত্র ওই দুটি ক্ষেত্রেই অর্থ খরচ করা হবে আজ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন অর্থের খুব দরকার। তাই সেই দিকে নজর দেওয়া হবে। সেই দিকেই জোর দেওয়ার প্রয়োজন আছে। শুধু তাই নয়, বাজেটের অন্তর্গত প্রকল্পগুলিকেও আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হল বলে জানিয়েছে অর্থমন্ত্রক। এর পাশাপাশি এটাও বলা হয়েছে বর্তমানে এই অবস্থার থেকে ব্যতিক্রমী কোনও পদক্ষেপ নিতে হলে তার অনুমোদন সরকারের থেকে নিতে হবে।

Related Articles

Back to top button