কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার সাথে রাজ্যের গাইডলাইনে অনেক পরিবর্তন রয়েছে। কেন্দ্র সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ‘নাইট কারফিউ’ জারি করলেও রাজ্যে সেটা প্রয়োগ হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশমতো রাজ্যে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। এছাড়া তিনি স্পষ্ট করে বলে দেন,’ নাইট কারফিউ বলে রাজ্যে সরকারিভাবে কিছু থাকছে না। মানুষের ভোগান্তি হোক, চাই না। কিন্তু বেআইনি জমায়েত যাতে না হয় সেদিকে নজর রাখা হবে।’
কেন্দ্রীয় সরকার সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে। কিন্তু রাজ্য বলছে যে রাজ্যের তরফ থেকে এটাকে কার্ফু বলা হচ্ছে না। তবে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে,’ সন্ধ্যে ৭ টার পর থেকে বাড়ির ভিতরে মুক্তমনে থাকবেন।’ এছাড়া মুখ্যমন্ত্রী বলেছেন যে সামনে ঈদ। কিন্তু লকডাউন জারি থাকবে বলে এবছর বাড়িতে থাকুন।
রাজ্যের বুথ ও ওয়ার্ডের কন্টেনমেন্ট জোনগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। A অর্থাৎ ক্ষতিগ্রস্ত জোন, B অর্থাৎ বাফার জোন, C অর্থাৎ ক্লিন জোন। আগামী ২৭ মে থেকে B, C জোনে ২জন করে যাত্রী নিয়ে অটো চালু হবে। ২১ মে থেকে কন্টেনমেন্ট জোন ছাড়া সব বড় দোকান খুলবে। আবার ২৭ মে থেকে জোড়- বিজোড় পদ্ধতিতে হকার্স মার্কেট খুলবে। তবে এর জন্য পাস নিতে হবে পুলিশের থেকে। শপিং মল খোলা যাবে না। কিন্তু মলের ভিতরে অফিস থাকলে অফিস খোলা যাবে।