Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের ব্রাত্য বাংলা! কেকেআরের দলে নেই কোনও বাঙালি ক্রিকেটার

Updated :  Friday, February 19, 2021 4:00 PM

চেন্নাই: ফের ব্রাত্য! মেগা ইভেন্ট আইপিএলে (IPL) বাংলার দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে প্রতিবারের মতই নিলামে (Auction) বাংলার কারোর দিকে ঘুরেও তাকালো না কলকাতা শিবির। গতকাল, বৃহস্পিতিবার (Thursday) চেন্নাইয়ে (Chennai) অনুষ্ঠিত মিনি নিলামে তাই কোনো বাংলার খেলোয়াড়ই দল পেলো না। নিলামের কিছুদিন আগেই দলের স্কাউট হিসেবে বাংলার প্রাক্তন খেলোয়াড় সৌরাসিস লাহিড়ীকে (Sourasish Lahiri) নিযুক্ত করে কেকেআর (KKR) শিবির।

আশা ছিল বাংলা দলের খেলোয়াড়রা জায়গা পাবেন কেকেআর দলে। যেমন মুম্বই সুযোগ দিলো অর্জুন তেন্ডুলকর কে। পাঞ্জাব সুযোগ দেয় মনদীপদের মত রাজ্যের খেলোয়াড়দের। নিলামে ভেঙ্কটেশ আইয়ার (২০  লক্ষ), বৈভব আরোরা (২০ লক্ষ) শেলডন জ্যাকসন (২০ লক্ষ) দের মত খেলোয়াড়দের বেশ প্রাইসে নিলেও অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণদের দিকে ঘুরে তাকায়নি তারা।

বেশ কয়েক বছর বাংলার খেলোয়াড়দের ব্রাত্য রেখেছে কেকেআর। তবে ট্রফির খড়াও অব্যাহত। অথচ একটা সময় মনোজ তিওয়ারি, দেবব্রত দাস, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লারা কেকেআরের জার্সিতে একসঙ্গে খেলেছেন। এঁদের হাত ধরেই দু’বার চ্যাম্পিয়ন হয় কলকাতা. প্রসঙ্গত দীর্ঘদিন বাদে বাংলা দলের ৭ জন ক্রিকেটারের নাম এবারের আইপিএল (IPL) নিলামে ছিল।

এঁরা হলেন অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণ, প্রয়াস রায় বর্মণ, আকাশদীপ, সায়ন ঘোষ, বিবেক সিং এবং আমির গনি। তাঁদের মধ্যে বিবেকের নাম নিলামে উঠলেও কোনও দলই তাঁর জন্য বিড করেনি। নীরব থেকেছে কেকেআরও। বাকি ৬ জনের নাম নিলামে ওঠেনি। কোনও ফ্র্যাঞ্চাইজিই এই ছ’জনকে কেনার ব্যাপারে কোনও আগ্রহ প্রকাশ করেনি। যার ফলে আইপিএলে বাংলার প্রতিনিধি রইলেন মাত্র চারজন।

ঋদ্ধিমান সাহা, শ্রীবত্‍স গোস্বামী, শাহবাজ আহমেদ এবং ঈশান পোড়েল। মহম্মদ শামি একটা সময় বাংলা দলে খেলতেন বটে। তবে জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার পর সেভাবে বাংলার জার্সি গায়ে তাঁকে আর দেখা যায় না। এখন সুদূর ভবিষ্যতে এই ধারা বদলাবে বলে আশায় বাংলার ক্রিকেটপ্রেমিরা।