কলকাতানিউজরাজ্য

বাড়ছে না ভাড়া, বাস নামাতে নারাজ বাস মালিকেরা

Advertisement

রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টই জানিয়েছেন যে রাজ্যে বাড়বে না বেসরকারি বাসের ভাড়া। বাস মালিক সংগঠন ভাড়া বৃদ্ধির কথা বললেও সেই দাবি মানবে না রাজ্য। শুধু বাসের ভাড়া নয়, ট্যাক্সির ভাড়াও বাড়ছে না। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সরকারি বাসের ভাড়া বাড়ছে না। বেসরকারি বাসের ভাড়াও বাড়বে না। আগের মতোই ভাড়া থাকবে।

এর পাশাপাশি তিনি এটাও বলেন যে সোমবার থেকে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। বাসের দূরত্ব কমানো হবে। এবার থেকে তিরিশ মিনিট অন্তর বাস পাওয়া যাবে। বাসমালিকদের প্রয়োজনীয় পরিকাঠামো ও অন্যান্য যা দরকার সব দিকে সহযোগিতা করবে রাজ্য সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাসের ভাড়া তিন গুনা বৃদ্ধির দাবি মানা যাবে না বলেও তিনি জানিয়েছেন।

এদিকে বাস মালিক সংগঠনের সম্পাদক জানিয়েছেন যে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তারা হতাশ হয়েছেন। মিনিবাসের সম্পাদক বলেছেন যে দীর্ঘদিন লকডাউনের ফলে বাস মালিকদের অবস্থা খুব শোচনীয়। বাসের ভাড়া না বাড়লে তাদের ক্ষতি হবে। তাই আপাতত বেসরকারি বাস ও মিনিবাস সোমবার থেকে রাস্তায় নামার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন।

Related Articles

Back to top button