Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নো রোড নো ভোট স্লোগান উঠলো চা বাগানে, পরিস্থিতি উত্তপ্ত

Updated :  Saturday, February 13, 2021 10:46 PM

রাজ্যে বিধানসভা নির্বাচন প্রায় শুরু হলো বললেই চলে। শুরু হয়ে গেছে বাংলার সব রাজনৈতিক দলের কর্মসূচি। তার মধ্যেই আর কিছুদিনের মধ্যে ঘোষণা হতে চলেছে এই নির্বাচনের কর্মসূচি। তার আগেই এবারে দুয়ার্সের চা বাগানে উঠলো নো রোড নো ভোট স্লোগান। মাল ব্লকের নিউ গ্লেনকো চা বাগানে এবারে এই স্লোগান তুলে রাস্তা অবরোধ করলো তৃণমূল কংগ্রেসের চা সংগঠন তৃণমূল কংগ্রেস চা মজদুর ইউনিয়ান।

৩১ নম্বর জাতীয় সড়কের উপরে ওভারব্রীজ সংলগ্ন এলাকায় গ্লেনক চা বাগানের প্রবেশ পথ। সেখান থেকে দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ চা বাগানের বেশ কয়েকটি রাস্তা। সেই রাস্তা এখনো পর্যন্ত কাচাই রয়ে গেছে। এরফলে চা বাগানের শ্রমিকের যাতায়াতে বেশ সমস্যা হয়। আর তাতেই অত্যন্ত ক্ষুব্ধ শ্রমিকেরা। তারা জানিয়ে দিয়েছে, যদি রাস্তা তৈরি না হয় তাহলে এই নির্বাচনে কোনো ভোট মিলবে না। চা বাগানের শ্রমিক জাস্টিন কেরকেটা জানিয়েছেন, “আমাদের এই রাস্তা অনেকদিন ধরে পাকা হওয়ার কথা। কিন্তু সেই কথা কোনদিন রাখা হয়েনি। তাই যদি এবারে আর রাস্তা ঠিক না করা হয় তাহলে এখান থেকে একটা ভোটও দেওয়া হবে না।”

এই চা বাগান অন্তর্ভুক্ত রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতে র মধ্যে। এই রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবরাইক বললেন, ‘আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত চাবাগান এর রাস্তা পাকা হয়ে গিয়েছে। শুধুমাত্র ওই চা বাগানের রাস্তা পাকা করা হয়নি। এই কারণে বিধায়ক নিজে উদ্যোগ নিয়েছেন। কিছুদিন আগে এখানে জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এর চেয়ারম্যান এসেছিলেন। আমরা তার হাতে নিজেরা এই রাস্তা তৈরি সুপারিশ জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি রাস্তা তৈরি হয়ে যাবে। আমরাও চেষ্টা করছি যাতে দ্রুত এই রাস্তা তৈরি করা সম্ভব হয়।”