লকডাউনের মধ্যে চলবে না কোন স্পেশাল ট্রেন, স্পষ্ট জানালো রেলমন্ত্রক
দেশ জুড়ে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের ঘোষণা মতো যা ছিল ১৪ এপ্রিল। ১৫ এপ্রিলের পর এক সপ্তাহ কয়েকটি স্পেশাল ট্রেন দেশ জুড়ে চালানো হবে বলে খবর প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরানোর জন্য এই উদ্যোগ রেল নেবে বলে জানা যাচ্ছিল। কিন্তু গতকাল রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে এমন কোনো ট্রেনই ১৫ এপ্রিলের পর চলবে না। রেলমন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে, ৩ মে এর আগে কোনো ট্রেনই চলবেনা। সাধারণ মানুষের কাছে রেলের আবেদন ভুল খবর থেকে বাঁচুন।
মঙ্গলবার রেল মন্ত্রকের তরফে একটি টুইট করা হয়। সেখানেই জানানো হয়েছে একথা। টুইটে রেল মন্ত্রক জানিয়েছে, ‘৩ মে পর্যন্ত দেশ জুড়ে সমস্ত প্যাসেঞ্জার, মেল ট্রেন বন্ধ থাকবে। কোনো বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রেল মন্ত্রকের নেই।’ রেল মন্ত্রক আরও জানিয়েছে, যারা টিকিট বুকিং করেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো টিকিট বুকিং করা যাবেনা বলেও জানিয়েছে রেলমন্ত্রক।
কয়েকদিন আগেই কিছু সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ১৫ই এপ্রিল থেকে ৭ দিন বিশেষ ট্রেন চালানো হবে দেশ জুড়ে। এতে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারবে। সেই খবর আজ রেল মন্ত্রকের তরফে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হলো। গতকাল প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই রেল মন্ত্রক জানিয়েছিল ৩ মে পর্যন্ত দেশ জুড়ে কোনো প্যাসেঞ্জার, মেল, লোকাল ট্রেন, মেট্রো কিছুই চলবেনা। তারপর আবার টুইট করে একথা জানানো হয়।