Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চলতি বছরে ছাপা হয়নি দু’হাজারের নোট, ফের অনিশ্চিত দেশের ভবিষ্যত

Updated :  Tuesday, August 25, 2020 10:05 PM

ভারত  চলতি বছরে একটাও ২০০০ টাকার নোট ছাপায়নি রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি প্রেস৷ এমনই একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে এইটা চাঞ্চল্যকর তথ্য। কিন্তু চলতি বছরে টাকা না ছাপানোর ফলে কি হবে সেই নিয়ে অনেকেই অনক মত দিয়েছেন। ২০১৬-১৭ অর্থবর্ষে বাজারে যত নোট ছিল, তার ৫০ শতাংশই ছিল ২০০০ টাকার নোট৷

২০১৯-২০ অর্থবর্ষে সেটাই কমে হয় ২২ শতাংশ৷আবার এদিকে অনেকের ধারণা চলতি বছরে ২ হাজার টাকা কমিয়ে নেওয়ার জন্যই নাকি কোনো টাকা ছাপা হয়নি। এমনকি এটি একটি অন্যতম স্ট্রাটেজি বলে মনে করা হচ্ছে। কিন্তু অন্য সুর চাপিয়েছে আর বিআই। ২ হাজার টাকার নোট ছাপানোর বরাত না থাকাতেই তা ছাপা হয়নি বলে জানিয়েছে আরবিআই৷

২০১৬ সালের ৮ নভেম্বর নোটবন্দী করা হয়। আর তখনি ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৫০০ এবং ১০০০ টাকার নোটের পরিমান ছিলো প্রায় ৮৬ শতাংশ। আর সেই টাকা বাতিলের জেরে অনেককেই অনেক ঝামেলা পোহাতে হয়। আর তারপরে পরিস্থিতি সামাল দিতে এই দু’ ধরনের নোটের বদলে বাজারে ২০০০ টাকার নোট আনা হয়৷

কিন্তু ফের নোট না ছাপানো এর পিছনে আবার নতুন করে নোট বাতিলের গল্প আছে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন আমি জনতার এক অংশ। তবে এত কিছুর মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের এই তথ্য প্রকাশ্যে আসার পর ২০০০ টাকার নোট নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী সেই নিয়ে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সব প্রশ্ন থেকেই আরও একবার দেশের অর্থনীতি নিয়ে নানা সমস্যা উঠে আসতে দেখা যাচ্ছে।