বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিন সীমান্তে চলছে উত্তেজনা। এবার লাদাখের গালোয়ান উপত্যকা উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষে। আর এই সংঘর্ষের ফলে নিহত হয়েছেন ভারতীয় দুই জওয়ান সহ এক অফিসার। চিনের সেনাবাহিনীরও প্রাণহানী হয়েছে। আর এরপরই ভারতকে চিন একেবারে শাসানির সুরে জানিয়ে দিল, কোনো একতরফা সিদ্ধান্ত বা পদক্ষেপ থেকে বিরত থাকতে। না হলে পরিনতি ভালো নাও হতে পারে।
চিনের শীর্ষ কর্তারা দাবি করেছেন, ভারতীয় সৈন্যবাহিনী সীমানা লঙ্ঘন করে চিনের জওয়ানদের উপর হামলা চালাচ্ছে। এদিকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান হুঁশিয়ারী দিয়েছেন, ভারত যেনো প্রাসঙ্গিক চুক্তি মেনে চলে এবং ভারত ও চিন সীমান্তে ভারতীয় যেসমস্ত জওয়ানরা রয়েছেন তাঁরা যেনো সংযত থাকেন। এরপর তাঁরা যেনো সীমানা না পার করেন। ভারত ও চিন সীমান্তে যে উত্তেজনা ছড়িয়েছিল তা নিস্তেজ করার প্রক্রিয়াও চলছিল সমানতালে।
এদিকে পূর্ব লাদাখ সীমানা বরাবর উত্তেজনা ছড়ানোয় গালোয়ান থেকে চিন ও ভারতীয় সেনাবাহিনীকে সরানো হয়েছে বলে জানান সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। আর এর কিছুদিন বাদেই এমন ঘটনা ঘটেছে যার পলে চিনের তরপ তেকে রীতিমতো হুঁশিয়ারী দেওয়া হয় ভারতকে। আর এরপরই আলোচনায় বসে চিন। ভারতীয় সেনারা যাতে সীমানা লঙ্ঘন না করে সেই বিষয়ে রীতিমতো হুঁশিয়ার করেছে চিন।