নোবেল জয়ের পর প্রথমবারের জন্য ভারতে এসেছেন তিনি। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন তিনি। কিন্তু তারপরেও মোদী সরকারের সমালোচনা করলে ছাড়লেন না অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে ভারতের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ করছেন সাধারণ মানুষ, সেই মতো পরিষেবা পাচ্ছেন না তাঁরা।’
একই সাথে উপযুক্ত প্রশিক্ষণ ও চেষ্টার দ্বারা এই ব্যবস্থার উন্নতি ঘটানো সম্ভব বলে দাবি করেন তিনি। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর গবেষণার ক্ষেত্র যে ভারতবর্ষ, সেকথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতে শিক্ষা নিয়ে আমার কাজ। বাড়িতে একজন অসুস্থ হলে সর্বস্বান্ত হয়ে যায়। এটা বদলানো দরকার।’
দেশের উন্নতির জন্য মহিলাদের স্বাস্থ্যোন্নয়ন যে একান্ত প্রয়োজন সেকথাও এদিন মনে করিয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘দেশের স্বাস্থ্যের উন্নয়নে মহিলাদের প্রতি আরও নজর দেওয়া উচিত। ‘প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরেই দেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে নোবেলজয়ীর প্রশ্ন তোলাকে অন্যভাবেই দেখছে অভিজ্ঞ মহল।