Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সবুজ স্কিন টাইট পোশাকে একরাশ দর্শকের সামনে উদ্দাম নাচ নোরা ফাতেহির, ভাইরাল ভিডিও

Updated :  Saturday, May 28, 2022 10:08 AM

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে।

সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় নোরা ফাতেহি। সেখানে একরাশ দর্শকদের সামনে তিন দিক খোলা মঞ্চের উপর নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার সাথে আরও বেশ কয়েকজনকে দেখা গিয়েছে মঞ্চের উপর। ভিডিওতে অভিনেত্রীকে স্লিভলেস সবুজ রঙের স্কিন টাইট, থাই স্লিটেড পোশাকে দেখা গিয়েছে। এই পোশাকে অভিনেত্রীর শরীরের সমস্ত ভাঁজ ছিল স্পষ্ট। অভিনেত্রীর নাচ দেখে দর্শকরাও যে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন, তা ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে।

এই ভিডিওটি বেশ অনেকদিন আগেকার, তা অভিনেত্রীকে দেখেই বোঝে গিয়েছে। উল্লেখ্য, এই পোশাকের জন্য অভিনেত্রীকে নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওটির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে। অন্যদিকে, অভিনেত্রীর ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাদের প্রিয় অভিনেত্রীকে।

বর্তমানে ‘ডান্স দিওয়ানে জুনিয়র’এর বিচারক অভিনেত্রী। ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়েই এগিয়ে নিয়ে যাচ্ছেন এই শো। এই সিজনে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন করাণ কুন্দ্রা। নোরা ফাতেহির পাশাপাশি এই শোতে বিচারকের আসনে রয়েছেন নীতু কাপুর ও মার্জি পেস্তোনজি। কালার্স টিভির পর্দায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। এই শোয়ের একাধিক প্রোমো প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে।