Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ও আন্তাভা’ নোরা ফাতেহির সাথে এমন নেচে মঞ্চ কাঁপালেন Akshay Kumar, ঝলক দেখে অবাক ভক্তরাও

Updated :  Sunday, June 11, 2023 8:21 AM

বলিউডের খিলাড়ি তিনি। সেই শুরুর সময় থেকেই সফলতার সাথে অভিনেতা হিসাবে দর্শকমহলে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে রেখেছেন তিনি। অ্যাকশন হোক কিংবা রোমান্স সবেতেই পর্দা কাঁপান তিনি। তার ছবি মুক্তি পেলেই হলে উপচে পরে ভিড়। মিডিয়ার পাতায় কারণে-অকারণে অভিনেতা চর্চায় থাকলেও নিজের সন্তানদের চিরকালই লাইমলাইট থেকে দূরেই রেখেছেন তিনি। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ একাধিকবার মিলেছে এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়ার ভিডিওর সূত্র ধরেই। পাশাপাশি চর্চিত বলিউডের খিলাড়িও।

সম্প্রতি ইনস্টাগ্রামের সূত্র ধরেই একটি ঝলক তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যেটি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। এই ঝলকে কোন একটি বড় অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানেই ‘পুষ্পা’র গানের তালে পারফর্ম করতে দেখা গিয়েছে অক্ষয় কুমার ও নোরা ফাতেহিকে। এদিন ‘ও আন্তাভা’ গানেই মঞ্চ মাতিয়েছিলেন বলিউডের এই দুই প্রথম সারির তারকা। তাদের ভক্তমহলের একাংশের দাবি, তারা নিজেদের পারফর্ম্যান্সের সূত্র ধরেই টেক্কা দিয়েছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। তবে নেটজনতার একাংশের প্রতিক্রিয়ায় এটুকু স্পষ্ট যে সাম্প্রতিক এই ভাইরাল হওয়া রিল ভিডিওটি মনে ধরেছে তাদের।