Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ভিগি ভিগি রাতোমে’,নোরা ফাতেহি এবং টেরেন্স লুইস মঞ্চ কাঁপানো নাচ আপনাকে মুগ্ধ করবে, দেখুন ভিডিও

Updated :  Saturday, July 1, 2023 10:43 AM

বর্তমানে টেলিভিশনের পর্দায় একাধিক ডান্স রিয়্যালিটি শো অনুষ্ঠিত হয়ে থাকে। আর সেইসমস্থ শোয়ের মধ্যে ‘ইন্ডিয়াস্ বেস্ট ডান্সার’ অন্যতম জনপ্রিয় একটি শো। এই শোয়ের মঞ্চে দেখা মেলে একাধিক প্রতিভাবান নৃত্যশিল্পীদের। তার ঝলক অবশ্য প্রায়ই মেলে। উল্লেখ্য, এই শোয়ের বিচারক আসনে থাকেন গীতামা, টেরেন্স লিউস, নোরা ফাতেহি অথবা মালাইকা আরোরা।

সম্প্রতি নেটদুনিয়ায় ‘ইন্ডিয়াস্ বেস্ট ডান্সার’এর একটি এপিসোডের ঝলক ভাইরাল হয়েছে। ‘সেট ইন্ডিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ২ বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতাতে। এই ভিডিওতে টেরেন্সের সাথে রেট্রো গানে নোরা ফাতেহিকে পারফর্ম করতে দেখা গিয়েছে। তারা ডান্স ইন্ডাস্ট্রির অন্যতম দুই জনপ্রিয় তারকা। সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না ।

এদিন ‘ইন্ডিয়াস্ বেস্ট ডান্সার’এর মঞ্চে রেট্রো স্পেশাল এপিসোড ছিল। আর সেই কারণবশতই গীতা মার অনুরোধে ও কোরিওগ্রাফিতে টেরেন্স লিউস ও নোরা ফাতেহি কালজয়ী গান ‘ভিগি ভিগি রাতোমে’এর তালেই রীতিমতো দক্ষতার সাথে নিজেদের পারফর্ম্যান্সের সূত্র ধরে উষ্ণতা ছড়িয়েছেন। নিঃসন্দেহে বলা চলে, কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের এই কালজয়ী গানের সাথে টেরেন্সে ও নোরার নজরকাড়া পারফর্ম্যান্স একটা আমেজ তৈরি করে দিয়েছিল, যার উল্লেখ নিষ্প্রয়োজন। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর দিলেই সেইকথা স্পষ্ট হবে। সকলের জন্য সেই ভিডিওই রইল আবারো।