Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঝলমলে পোশাকে তাঁর এমন চেহারা দেখালেন নোরা ফতেহি, নেটদুনিয়ায় উঠল ঝড়

Updated :  Thursday, January 11, 2024 8:31 PM

কানাডিয়ান নৃত্যশিল্পী নোরা ফতেহি (Nora Fatehi) ভারতে এসেছিলেন কেরিয়ার তৈরি ও অর্থ উপার্জনের তাগিদে। মডেল ও নৃত্যশিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন নোরা। তবে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এই শোয়ে নোরা ছিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি। কিন্তু বলিউডে তাঁর সুনাম তৈরি হয় 2018 সাল থেকে। নোরার হাত ধরেই আইটেম ডান্স আবারও স্থান করে নেয় হিন্দি ফিল্মের পর্দায়। বর্তমানে নোরা আইটেম ডান্সারের পাশাপাশি অভিনেত্রী হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও একাধিক রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা মেলে তাঁর।

সম্প্রতি মুম্বইয়ের ফিল্ম সিটিতে নোরা মেকআপ ভ্যান থেকে নামতেই চমকে উঠেছিলেন পাপারাৎজিদের একাংশ। নতুন বছরে যেন অনেকটাই পরিবর্তিত হয়েছে নোরার স্টাইল স্টেটমেন্ট। এদিন নোরার পরনে ছিল শিমারি সিলভার রঙের ড্রেস। ড্রেসটি শর্ট। ফলে উন্মুক্ত ছিল নোরার মসৃণ পা। স্লিভলেস ড্রেসের কোমরের অংশে রয়েছে কাটআউট ডিজাইন। ফলে উন্মুক্ত রয়েছে নোরার কোমরের কিছুটা অংশ। ড্রেসটি বডিকন। এই ড্রেসের সাথে নোরার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। শিমারি সিলভার আইশ‍্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে পিচ রঙের ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে নোরার সিল্কি চুল।

নোরার দুই কানে রয়েছে পোশাকে সাথে মানানসই স্টোন স্টাডেড চেন ইয়ারিং। দুই হাতের আঙুলে রয়েছে অনেকগুলি স্টোন স্টাডেড আংটি। বাঁ হাতে রয়েছে মেটালিক ব্যান্ডের রিস্টওয়াচ। নোরার সাজ সম্পূর্ণ করেছে তাঁর পায়ের মেটালিক সিলভার রঙের ব্যালেরিনা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। আগামী দিনে একটি অ্যাকশন মুভিতে দেখা যাবে নোরাকে। গত বছর এই ফিল্মের শুট সম্পূর্ণ হয়েছে।