নিউজপলিটিক্সরাজ্য

উত্তরবঙ্গ সফরে পৌছলেন মমতা, দেখে নিন তার সম্পূর্ণ কর্মসূচি

Advertisement

সোমবার উত্তরবঙ্গ সফরে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌছলেন জলপাইগুড়িতে। সেখানে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। এরপর তিনি একটি রাজনৈতিক সভা এবং প্রশাসনিক বৈঠক এ যোগ দেবেন। পুজোর সময় তিনি উত্তরবঙ্গ সফরে আসলেও এবারে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ভোটের আগে দলের ভিত শক্ত করতে এসেছেন।

সরকারি প্রকল্পের কোথায় কি সুবিধা অসুবিধা রয়েছে তিনি খোঁজ নেবেন। পাশাপাশি তিন দিনের সফরে করোনা পরিস্থিতির মধ্যে কতটা কি কাজ হয়েছে না হয়েছে সব তিনি খতিয়ে দেখবেন। এদিন জলপাইগুড়ি তিনি পৌছলেন। তার সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। আজ রাতে পূর্ত দপ্তরের বাংলো তে থাকার পর আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি কথা বলবেন সেখানকার পুরসভার চেয়ারম্যান এবং বিদায় চেয়ারম্যানদের সঙ্গে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার সভাধিপতির সঙ্গেও তাঁর বৈঠকের কথা।

সরকারি প্রকল্পের কাজ তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি মঙ্গলবার তার আরো একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সেদিন তিনি অরবিন্দ ব্যায়ামাগার পাঠাগার ক্লাবের সভায় যোগ দেবেন। সেখানে বক্তৃতা রাখার পরে জলপাইগুড়িতে তৃণমূলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মমতা। মঙ্গলবার তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। চপারে করে পৌঁছানোর পর সেখানেও তার রয়েছে একগুচ্ছ কর্মসূচি।

অন্যদিকে এই কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কর্মসূচিতে করোনাভাইরাস বিধি কড়াভাবে মানা হচ্ছে। যারা বৈঠকে অংশ নেবেন তাদের থেকে লালা রসের স্যাম্পেল আগে নিয়ে নেওয়া হয়েছে। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারাই শুধুমাত্র বৈঠকে অংশ নিতে পারবেন। নির্বাচনের আগে মমতা জেলা সফরের দিকে অত্যন্ত জোর দেন। সরকারি প্রকল্পের কাজে কোথায় কি সুবিধা অসুবিধা হয়েছে সব তিনি জেনে নেন আগে থেকে। তবে করোনা ভাইরাস সংক্রমণের সময়ে তিনি জেলা সফর কিছুটা বন্ধ রাখলেও পরিস্থিতির উন্নতি হতেই তিনি আবারও তার কর্মসূচি শুরু করে দিয়েছেন।

Related Articles

Back to top button